দেশের বাজারে নতুন ডিজিটাল সাইনেজ ডিসপ্লে
বাংলাদেশের বাজারে সিনেক্সা ব্র্যান্ডের অত্যাধুনিক ডিজিটাল সাইনেজ ডিসপ্লে এনেছে ওয়ালটন। ৪৯ ও ৫৫ ইঞ্চি পর্দার দুটি মডেলে বাজারে আসা ডিজিটাল সাইনেজ ডিসপ্লেগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহজেই নিজেদের পণ্য ও সেবার স্মার্ট ব্র্যান্ডিং ও বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে। ডিজিটাল সাইনেজ ডিসপ্লেগুলোর দাম যথাক্রমে ১ লাখ ৬৭ হাজার ৫০০ এবং ২ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ালটন।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে আধুনিক ও স্মার্ট সমাধান দেবে সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লে। এটি অফিস, করপোরেট প্রতিষ্ঠান, হোটেল, ব্যাংক, হাসপাতাল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য উপযুক্ত। ওয়ালটনের এই ডিজিটাল সাইনেজ ডিসপ্লেগুলো আধুনিক বিজ্ঞাপন ও তথ্য প্রদর্শনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রাথমিকভাবে ৪৯ ও ৫৫ ইঞ্চির দুই মডেলের ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বাজারে আনা হয়েছে। ৪৯ ইঞ্চি পর্দার মডেলটি ১৯২০ বাই ১০৮০ রেজল্যুশনের ফুল এইচডি–এলইডি ডিসপ্লে প্রদর্শন করে। আর ৫৫ ইঞ্চি মডেলে রয়েছে ৩৮৪০ বাই ২১৬০ রেজল্যুশনের ইউএইচডি ডিসপ্লে।
১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেলের সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লেতে রয়েছে ৬৪ বিটের করটেক্স-এ৫৫ কোয়াড কোর প্রসেসর, মালি-জি৫২ জিপিইউ, ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা। ওয়াই-ফাই৬ এবং ব্লুটুথ ৫.২ প্রযুক্তিনির্ভর ডিসপ্লেগুলোতে আরও রয়েছে দুটি ১০ ওয়াটের বিল্ট-ইন স্পিকার। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা দুটি মডেলেই এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।