দেশের বাজারে নতুন দুই স্মার্টঘড়ি

রেডমি ওয়াচ ৫ অ্যাকটিভ ও রেডমি ওয়াচ ৫ লাইট মডেলের স্মার্টঘড়িশাওমি বাংলাদেশ

দেশের বাজারে ‘রেডমি ওয়াচ ৫ অ্যাকটিভ’ ও ‘রেডমি ওয়াচ ৫ লাইট’ মডেলের নতুন স্মার্টঘড়ি এনেছে শাওমি বাংলাদেশ। দুটি স্মার্টঘড়িতেই রয়েছে ডাইনামিক হেলথ ও ফিটনেস ট্র্যাকিং সুবিধা। হৃৎস্পন্দন ও অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করতে সক্ষম স্মার্টঘড়িগুলোতে রানিং, ওয়াকিং, সাইক্লিং, রোয়িং, সুইমিংসহ ১৪০টিরও বেশি মোড রয়েছে। স্মার্টঘড়িগুলোর দাম যথাক্রমে ৪ হাজার টাকা এবং ৫ হাজার ৯৯৯ টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেডমি ওয়াচ ৫ অ্যাকটিভ এবং রেডমি ওয়াচ ৫ লাইট মডেলের স্মার্টঘড়ির পর্দার আকার যথাক্রমে ২ ইঞ্চি এবং ১.৯৬ ইঞ্চি। দুটি স্মার্টঘড়িতেই ডুয়েল-মাইক্রোফোন নয়েজ রিডাকশন এবং ব্লুটুথ কলিং সুবিধা রয়েছে। ফলে সময় দেখার পাশাপাশি স্বচ্ছন্দে কথা বলা যায়। শুধু তা–ই নয়, পানিরোধী হওয়ায় বৃষ্টির পানিতে বা সাঁতার কাটার সময় নষ্ট হয় না।  

আরও পড়ুন

৪৭০ এমএএইচ ব্যাটারি সুবিধার স্মার্টঘড়িগুলো একবার চার্জে টানা ১৮ দিন ব্যবহার করা যায়। এর ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা তাঁদের দৈনন্দিন কাজগুলো সহজে করতে পারবেন। হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টঘড়িগুলো সহজেই শাওমির তৈরি বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যায়।

আরও পড়ুন