অর্কেস্ট্রার পরিচালক যখন রোবট
পেছনে প্রায় ৩০ জন অর্কেস্ট্রা শিল্পী। হলভর্তি দর্শকের সামনে সুরের মূর্ছনা তোলার অপেক্ষায় রয়েছেন তাঁরা। তাঁদের সামনে দাঁড়িয়ে রয়েছে মানুষের আদলে তৈরি একটি রোবট। নাম তার ‘ইভআর ৬’। সামনে থাকা দর্শকদের অবাক করে দিয়ে শূন্যে দুই হাত নেড়ে নেড়ে সংগীত পরিচালনা করতে শুরু করে রোবটটি। পেছনে থাকা অর্কেস্ট্রা শিল্পীরাও রোবটের হাতের ইশারা অনুসরণ করে সুর তুলতে থাকেন।
অর্কেস্ট্রার নির্দেশনা দেওয়া রোবটটির দেখা মিলেছে দক্ষিণ কোরিয়ার সিউলের ন্যাশনাল থিয়েটারে। দক্ষিণ কোরিয়ার তৈরি রোবটটির বিক্রি কার্যক্রম শিগগিরই শুরু হবে।
সূত্র: এএফপি