ভাঁজ করে রাখা যায় এই স্মার্টফোন
বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভাঁজ করা স্মার্টফোন এনেছে টেকনো। ‘ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি’ মডেলের ফোনটিতে ৭.৮৫ ও ৬.৪২ ইঞ্চির দুটি অ্যামোলেড পর্দা রয়েছে, ফলে ভাঁজ খোলা অবস্থায় বড় পর্দায় বিভিন্ন কাজ করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসরে চলা ১২ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা ৫১২ জিবি গিগাবাইট। ৫ হাজার ৭৫০ এমএএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে ৭০ ওয়াটের আলট্রা চার্জ ও ১৫ ওয়াটের ফাস্ট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও রয়েছে। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি ফোনটি দ্রুত চার্জ করা যায়।
ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। শক্তিশালী ক্যামেরার পাশাপাশি পাঁচটি লেন্স থাকায় উন্নত রেজল্যুশনে ভিডিও ধারণ করার পাশাপাশি কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। টেকনো এআই প্রযুক্তি সমর্থন করায় ফোনটিতে এলা (এআই অ্যাসিস্ট্যান্ট), এআই দিয়ে লেখা, এআই ওয়ালপেপার তৈরিসহ রিয়েল টাইমে কথোপকথন অনুবাদ করা সম্ভব।
ফ্যান্টম ভি পেন ব্যবহারের সুযোগ থাকায় ফোনটিতে সহজেই লক স্ক্রিন নোট, গ্লোবাল কাটআউট, রিমোট কন্ট্রোল, রাইট টু ক্যালকুলেটসহ আরও অনেক সুবিধা ব্যবহার করা যায়। আইপি৫৪ গ্রেড ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি থাকায় ফোনটি ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না।