দেশের বাজারে নতুন রাউটার

বাংলাদেশের বাজারে কিউডি ব্র্যান্ডের ‘ডব্লিউআর৩০০০এস’ মডেলের ডুয়াল ব্যান্ড সমর্থিত রাউটার এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ডুয়াল কোর সিপিউ এবং ডুয়াল ব্যান্ড সুবিধার রাউটারটি ওয়াইফাই৬ প্রযুক্তি সমর্থন করার সহজেই বিভিন্ন যন্ত্রে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যায়। রাউটারটির দাম ধরা হয়েছে ৫ হাজার ৩৯০ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাউটারটিতে রয়েছে মিডিয়াটেক এমটি৭৯৮১ সিপিউ, ১.৩ গিগাহার্জ গতির ডুয়াল কোর প্রসেসর, ২৫৬ মেগাবাইট র‍্যাম এবং ১২৮ মেগাবাইট রমসুবিধা। ৪ অ্যান্টিনাযুক্ত রাউটারটির মাধ্যমে সহজেই টেলিভিশনে ফোরকে ভিডিও দেখার পাশাপাশি গেম খেলা যায়।

আরও পড়ুন

কিউডির এই রাউটারটি মূলত মেশ রাউটার, এর ফলে অন্য কিউডি যন্ত্রের সঙ্গে মেশ নেটওয়ার্কের মাধ্যমে সহজেই যুক্ত করা যায়। ভিপিএন সার্ভার এবং ডিএনএস ফাংশনালিটি সমর্থিত এই রাউটার কিউডি অ্যাপ দিয়েও নিয়ন্ত্রণ করা সম্ভব।