গুগল ফটোজের মেমোরিজ নিয়ন্ত্রণে নতুন সুবিধা

গুগল ফটোজগুগল

গুগলের ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণ–সুবিধা ‘গুগল ফটোজ’ কাজে লাগিয়ে যেকোনো ছবি বা ভিডিও অনলাইনে বিনা মূল্যে সংরক্ষণ করা যায়। শুধু তা–ই নয়, ব্যবহারকারীদের ছবি তোলার দিনটিকে স্মরণ করিয়ে দিতে পরবর্তী বছরের একই দিনে বিভিন্ন ছবি ‘মেমোরিজ’ অপশনে প্রদর্শন করে থাকে গুগল ফটোজ। তবে মাঝেমধ্যে সংরক্ষণ করা ছবিতে থাকা অপছন্দের ব্যক্তিদের চেহারা দেখে অনেকের মন খারাপ হয়। এ সমস্যা সমাধানে গুগল ফটোজের মেমোরিজ সুবিধার নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বয়ংক্রিয় করছে গুগল। এ সুবিধা চালু হলে দ্রুত গুগল ফটোজের মেমোরিজ থেকে নির্দিষ্ট ব্যক্তির ছবি প্রদর্শন বন্ধ করা যাবে। ফলে নির্দিষ্ট দিনে সেই ব্যক্তির কোনো ছবি প্রদর্শন করবে না গুগল ফটোজ।

অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ফটোজের হালনাগাদ মেমোরিজ সুবিধা চালু হলে গুগল ফটোজে খুব সহজেই নির্দিষ্ট ব্যক্তির চেহারা নির্বাচন করা যাবে। একবার চেহারা নির্বাচন করে দিলেই সেই ব্যক্তি যেসব ছবিতে রয়েছেন, সেসব ছবি মেমোরিজ অপশনে আর দেখাবে না গুগল ফটোজ। ফলে মেমোরিজ অপশনে অপ্রত্যাশিত কোনো ছবি দেখতে হবে না ব্যবহারকারীদের।

আরও পড়ুন

বর্তমানেও গুগল ফটোজের মেমোরিজ অপশনে নির্দিষ্ট ব্যক্তির ছবি প্রদর্শন বন্ধ রাখা যায়। তবে এ জন্য গুগল ফটোজের সেটিংস থেকে ম্যানুয়ালভাবে সুবিধাটি চালু করতে হয় ব্যবহারকারীদের। নতুন এ সুবিধা চালু হলে একটি অপশনে ট্যাপ করেই স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ব্যক্তির ছবি প্রদর্শন বন্ধ করা যাবে বলে জানিয়েছে গুগল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন