বিট–বাইট
স্যাটেলাইট সংযোগ পরীক্ষা করা যাবে আইফোনে
আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলা আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রোতে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে জরুরি বার্তা পাঠানোর সুবিধা রয়েছে। তবে এখনই নয়, এ সুবিধা ব্যবহারের জন্য অপেক্ষা করতে হবে আগামী নভেম্বর পর্যন্ত। কিন্তু এ সুবিধা সত্যিই কাজ করে কি না, তা জানতে চান অনেক আইফোন ব্যবহারকারী। তাই চালুর আগে এ সুবিধা পরীক্ষামূলকভাবে পরখের সুযোগ দেবে অ্যাপল। এ জন্য ‘স্যাটেলাইট কানেকশন ডেমো’ সুবিধা যুক্ত করা হবে আইওএস ১৬.১ সংস্করণে। অ্যাপল জানিয়েছে, পরীক্ষামূলক হওয়ায় আইফোন থেকে শুধু স্যাটেলাইটে বার্তা পাঠানো যাবে, প্রাপকের কাছে নয়।
সূত্র: নাইনটুফাইভম্যাক
ক্রোম ব্রাউজারে ২০ নিরাপত্তাত্রুটির সন্ধান
ক্রোম ব্রাউজারের পুরোনো সংস্করণে ২০টি নিরাপত্তাত্রুটির সন্ধান মিলেছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা সাইবার হামলা চালিয়ে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে পারত। তাই নিরাপত্তাত্রুটিগুলোর দ্রুত সমাধান করে ব্রাউজারের নতুন সংস্করণ ‘ক্রোম ১০৬.০.৫২৪৯.৬১’ ছেড়েছে গুগল। নিরাপদ থাকতে দ্রুত সংস্করণটি ব্যবহারের অনুরোধ করেছে তারা। গুগল জানিয়েছে, নিরাপত্তাঝুঁকিগুলোর মধ্যে পাঁচটি ছিল ভয়ংকর। আটটি মধ্যম মানের। এসব ত্রুটি ব্যবহারকারীদের জন্য বড় ধরনের হুমকির কারণ হতে পারত। তাই ত্রুটিগুলো শনাক্ত করায় নিরাপত্তা– গবেষকদের সাড়ে ৩৮ হাজার ডলার পুরস্কারও দেওয়া হয়েছে। সূত্র: ফোর্বস