গুগল মিটে অন্যদের ভিডিও স্ক্রিন বন্ধ করবেন যেভাবে

গুগল মিটে বক্তা ছাড়া সবার ভিডিও স্ক্রিন বন্ধ করা যায়।গুগল

অনলাইনে প্রাতিষ্ঠানিক বৈঠক করার জন্য গুগল মিট ব্যবহার করেন অনেকেই। বৈঠক চলাকালে ভিডিও কনফারেন্সিং অ্যাপটিতে অংশগ্রহণকারী সবার ভিডিও দেখা যায়। ফলে কোনো ব্যক্তি বক্তব্য দেওয়ার সময় কেউ অঙ্গভঙ্গি করলে তা অন্যরাও দেখতে পারেন। এতে মনোযোগে সমস্যা হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে চাইলেই গুগল মিটে বৈঠক চলাকালে বক্তা ছাড়া সবার ভিডিও স্ক্রিন বন্ধ করে এ সমস্যার সমাধান করা সম্ভব।

অন্যদের ভিডিও স্ক্রিন বন্ধ করার জন্য কম্পিউটারে গুগল মিটে বৈঠক চলাকালে নিচের ডান দিকে থাকা লক আইকন অপশনে ক্লিক করতে হবে। একটি সাইড প্যানেল চালু হবে। এরপর হোস্ট কন্ট্রোল অপশনে প্রবেশ করে হোস্ট ম্যানেজমেন্ট থেকে ‘টার্ন অন দেওয়ার ভিডিও’ টগল বন্ধ করলেই বৈঠকে অংশ নেওয়া অন্যদের ভিডিও স্ক্রিন সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। প্রয়োজন শেষে টগলটি চালু করলে পুনরায় বৈঠকে অংশ নেওয়া সবার ভিডিও স্ক্রিন দেখা যাবে। এর ফলে গুগল মিটে স্বচ্ছন্দে বৈঠক পরিচালনা করা যাবে।