স্মার্টফোনের পাশাপাশি পরিচিত ব্যক্তিদের অবস্থানের তথ্যও জানাবে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ

ফাইন্ড মাই ডিভাইস অ্যাপফাইল ছবি

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন হারিয়ে গেলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ অ্যাপের মাধ্যমে সহজেই দূর থেকে সেই ফোনের অবস্থানের তথ্য জানা যায়। অ্যান্ড্রয়েডচালিত সব যন্ত্রে থাকা এ সুবিধা মূলত নির্দিষ্ট গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা ফোনের অবস্থান জানাতে পারে। এত দিন এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ফোন খুঁজে পাওয়া গেলেও এবার বন্ধু ও পরিবারের সদস্যদের অবস্থানের তথ্যও জানার সুযোগ চালু করেছে গুগল।

হারিয়ে যাওয়া ফোনের পাশাপাশি বন্ধু ও পরিবারের সদস্যদের অবস্থানের তথ্য জানার সুযোগ দিতে ফাইন্ড মাই ডিভাইস সুবিধায় ‘পিপল’ নামের ট্যাব যুক্ত করা হয়েছে। ট্যাবটিতে ক্লিক করে যেকোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তাঁদের অবস্থানের তথ্য পরিচিত ব্যক্তিদের কাছে শেয়ার করতে পারবেন। এর ফলে পরে পিপল ট্যাবটিতে ক্লিক করলেই তাঁদের অবস্থানের তথ্য পরিচিত ব্যক্তিরা জানতে পারবেন।

আরও পড়ুন

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের তথ্যমতে, মার্চ মাসের অ্যান্ড্রয়েড আপডেটে নতুন এই সুবিধা যুক্ত করা হয়েছে। বর্তমানে ধীরে ধীরে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। সুবিধাটি চালুর জন্য অ্যান্ড্রয়েডের ইন্টারফেসেও পরিবর্তন আনা হয়েছে। অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপের সঙ্গে মিল রেখে তৈরি ইন্টারফেসটির ওপরের অংশে মানচিত্র এবং নিচের অংশে ডিভাইস বা ব্যক্তির তালিকা দেখা যাবে।

ফাইন্ড মাই ডিভাইসের নতুন এই সুবিধা কাজে লাগিয়ে গুগল ম্যাপসের মাধ্যমে অবস্থান শেয়ার করা পরিচিত আইফোন ব্যবহারকারীদের অবস্থানের তথ্যও জানা যাবে। শুধু তা–ই নয়, ‘হু ইউ আর শেয়ারিং উইথ’ ট্যাবে ক্লিক করে অবস্থান শেয়ারের তথ্য কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা সহজেই পরিবর্তন করা যাবে।

সূত্র: দ্য ভার্জ