গুগল সার্চ ফলাফলে ওয়েবসাইটের পাশে দেখা যাবে ভেরিফায়েড ব্যাজ
ভুয়া ওয়েবসাইটের তথ্য থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে সার্চ ফলাফলে আসল ওয়েবসাইটের নামের পাশে ভেরিফায়েড ব্যাজ বা চেকমার্ক দেখানোর উদ্যোগ নিয়েছে গুগল। এরই মধ্যে এ সুবিধার কার্যকারিতা নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর পরীক্ষা করে দেখছে প্রতিষ্ঠানটি। গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, প্রকৃত ও ভুয়া ওয়েবসাইট চিহ্নিত করে সহজে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে দিতে এ উদ্যোগ নিয়েছে গুগল।
গুগলের তথ্যমতে, প্রতারকেরা বিভিন্ন সময় নামকরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ডোমেইন নামের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়েবসাইট তৈরি করে মিথ্যা তথ্য প্রচার করেন। ফলে সার্চ ফলাফলেও ভুয়া ওয়েবসাইটের বিভিন্ন তথ্য দেখা যায়। ভুয়া ওয়েবসাইটে থাকা তথ্যের কারণে অনেকেই প্রতারিত হন। শুধু তা-ই নয়, এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের সুনামও ক্ষুণ্ন হয়। এ ধরনের অনলাইন প্রতারণা ঠেকাতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নাম প্রদর্শনের সময় ভেরিফায়েড ব্যাজ হিসেবে চেকমার্ক দেখানোর উদ্যোগ নিয়েছে গুগল।
গুগল জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারী যেন সহজে অনলাইন শপের ওয়েবসাইট চিহ্নিত করতে পারেন, সে জন্য তারা বিভিন্ন সুবিধা নিয়ে নিয়মিত কাজ করছে। এরই অংশ হিসেবে গুগল সার্চে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নাম দেখানোর সময় পাশে পরীক্ষামূলকভাবে চেকমার্ক প্রদর্শন করা হচ্ছে।
সূত্র: নিউজ ১৮ ডটকম