প্রযুক্তির এই দিনে: ৭ অক্টোবর
ট্রানজিস্টর ব্যবহার করে আইবিএমের প্রথম গণনাযন্ত্র
ভ্যাকুয়াম টিউব বা বায়ুশূন্য নলের বদলে সলিড-স্টেট ট্রানজিস্টর ব্যবহার করে প্রথম গণনাযন্ত্র তৈরি করে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। এই যন্ত্রের নাম ছিল আইবিএম ৬০৮ ট্রানজিস্টর ক্যালকুলেটর।
৭ অক্টোবর ১৯৫৪
ট্রানজিস্টর ব্যবহার করে আইবিএমের প্রথম গণনাযন্ত্র
ভ্যাকুয়াম টিউব বা বায়ুশূন্য নলের বদলে সলিড-স্টেট ট্রানজিস্টর ব্যবহার করে প্রথম গণনাযন্ত্র তৈরি করে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। এই যন্ত্রের নাম ছিল আইবিএম ৬০৮ ট্রানজিস্টর ক্যালকুলেটর। এটি ট্রানজিস্টরনির্ভর বিশ্বের প্রথম বাণিজ্যিক ক্যালকুলেটর। এটিকে বলা হয় ট্রানিজস্টরনির্ভর শক্তিশালী কম্পিউটারের পূর্বসূরি।
৭ অক্টোবর ১৯৮৫
ড্রপবক্সের সহপ্রতিষ্ঠাতা আরাশ ফেরদৌসির জন্ম
ইরানি বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার উদ্যোক্তা ও অনলাইনভিত্তিক ফাইল সংরক্ষণ সেবা ড্রপবক্সের সহপ্রতিষ্ঠাতা আরাশ ফেরদৌসি যুক্তরাষ্ট্রের ক্যানসাসে জন্মগ্রহণ করেন। আরাশ এখন ড্রপবক্সের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করছেন। ড্রপবক্স প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।
২০১১ সালে ইনক. সাময়িকীর ৩০ অনূর্ধ্ব ৩০ উদ্যোক্তা এবং ফরচুন সাময়িকীর ৪০ অনূর্ধ্ব ৪০ তালিকায় আরাশ ফেরদৌসির নাম স্থান পেয়েছিল। আরাশ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্নাতক শ্রেণিতে ভর্তি হয়েছিলেন, তবে স্নাতক কোর্স সম্পন্ন করেননি।