হোয়াটসঅ্যাপে যোগ করা যাবে ইনস্টাগ্রাম প্রোফাইল

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেই প্রদর্শন করা যাবে ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংকহোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল লিংক যুক্তের সুযোগ চালু করতে যাচ্ছে মেটা। এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকেই সেই ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য অন্যরা দেখতে পারবেন। এরই মধ্যে আইওএস অপারেটিং সিস্টেমের ২৫.৭.১০.৭০ বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে সুবিধাটি যুক্ত করেছে মেটা।

হোয়াটসঅ্যাপের সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, হোয়াটসঅ্যাপের টেস্টফ্লাইট বেটা প্রোগ্রামের আওতায় প্রাথমিকভাবে নির্দিষ্ট আইফোন ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক যুক্তের সুযোগ চালু করা হয়েছে। সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সহজেই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক যোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে হোয়াটসঅ্যাপে পরিচিত ব্যক্তিরা সহজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য জানতে পারবেন।

আরও পড়ুন

নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ সেটিংসে ‘সোশ্যাল মিডিয়া প্রোফাইল’ অপশন দেখা যাবে। অপশনটি নির্বাচনের পর ইনস্টাগ্রামের ইউজার নেম লিখে সেভ করলেই সেটি হোয়াটসঅ্যাপের চ্যাট ইনফোতে যুক্ত হয়ে যাবে। চাইলে কোন কোন ব্যক্তি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল দেখতে পাবেন, তা-ও নির্ধারণের সুযোগ মিলবে।

সূত্র: টেকলুসিভ

আরও পড়ুন