হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও আপত্তি জানানো যাবে
ইনস্টাগ্রামের আদলে অন্যের দেওয়া স্ট্যাটাসের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। ‘রিপোর্ট স্ট্যাটাস আপডেট’ নামের এ সুবিধা চালুর জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। এ সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনের পাশাপাশি কম্পিউটার থেকেও অন্য ব্যবহারকারীদের অবাঞ্ছিত স্ট্যাটাসের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের কাছে অভিযোগ জানানো যাবে।
বর্তমানে কোনো ব্যক্তি অবাঞ্ছিত বার্তা পাঠালে বার্তাটি ব্লক করার পাশাপাশি প্রেরকের বিরুদ্ধে অভিযোগ করা যায় হোয়াটসঅ্যাপে। নতুন এ সুবিধা চালু হলে অবাঞ্ছিত স্ট্যাটাসের বিরুদ্ধেও হোয়াটসঅ্যাপের কাছে অভিযোগ করা যাবে। অভিযোগ পাওয়ার পর স্ট্যাটাস পর্যালোচনা করে ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ।
জানা গেছে, সহজে অভিযোগ জানানোর জন্য হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস অপশনে রিপোর্ট বাটন যুক্ত করা হবে। বাটনটিতে ক্লিক করে নির্দিষ্ট স্ট্যাটাসের বিরুদ্ধে অভিযোগ করতে হবে। অভিযোগ পাওয়ার পর স্ট্যাটাসটি নিজেদের কমিউনিটি নীতিমালা ভঙ্গ করেছে কি না, তা যাচাই করে মুছে ফেলবে হোয়াটসঅ্যাপ।
বর্তমানে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ। এর আগে ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করেছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। সুনির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও শিগগিরই এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া