এআই প্রযুক্তি দিয়ে প্রতারণা বাড়ছে জিমেইলে, নিরাপদ থাকবেন যেভাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে জিমেইলে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি এআই প্রযুক্তির মাধ্যমে গুগলের নামে ভুয়া ফোনকল করে ব্যবহারকারীদের জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে একদল হ্যাকার। এ ধরনের সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে এরই মধ্যে সব জিমেইল ব্যবহারকারীদের সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্যমতে, জিমেইল ব্যবহারকারীদের বোকা বানাতে হ্যাকাররা প্রথমে স্বয়ংক্রিয় (রোবোকল) ফোনকলের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে। ফোনে জানানো হয়, আপনার জিমেইল অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা হয়েছে। এরপর সতর্ক করে বলা হয়, সমস্যা সমাধানে শিগগিরই একটি ই–মেইল পাঠানো হবে এবং সেখানে অ্যাকাউন্ট উদ্ধার করার নির্দেশনা দেওয়া হবে। তবে ই–মেইলে থাকা লিংকে ক্লিক করলেই গুগলের অফিশিয়াল ওয়েবসাইটের আদলে তৈরি অন্য একটি ওয়েবসাইট চালু হয়। সেখানে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখলেই অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা।
সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটস জানিয়েছে, হ্যাকাররা বর্তমানে কম খরচে অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করছে। এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বোকা বানিয়ে সহজেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডের পাশাপাশি রিকভারি কোডও সংগ্রহ করছে হ্যাকাররা। এ ধরনের সাইবার হামলায় জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, সামাজিক যোগাযোগমাধ্যম, ক্লাউড স্টোরেজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবার অ্যাকাউন্টও হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।
অনলাইনে নিরাপদ থাকতে জিমেইল ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ই–মেইল বা এসএমএস বার্তায় থাকা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে এবং কোনো ফাইল ডাউনলোড করা যাবে না। এর পাশাপাশি যেকোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সেটির গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে। প্রতারকদের ফোনকল পেলে তাদের নির্দেশনা অনুযায়ী স্মার্টফোনের কোনো বাটনে ক্লিক করা থেকেও বিরত থাকতে হবে।
সূত্র: ডেইলি মেইল