হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগের নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপে পছন্দের গান যোগ করা যাবেছবি: মেটা

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে গান যোগ করার নতুন সুবিধা চালু করেছে মেটা। এর ফলে ব্যবহারকারীরা স্ট্যাটাসে ছবি বা ভিডিওর সঙ্গে সরাসরি গান যুক্ত করতে পারবেন। সুবিধাটি এরই মধ্যে চালু হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী আরও বিস্তৃত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্যাটাসে যোগ করা কনটেন্টের মতোই গান সংযুক্ত করার এই সুবিধাও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। এর ফলে ব্যবহারকারীরা কোন গান যুক্ত করছেন বা কী শেয়ার করছেন, তা হোয়াটসঅ্যাপ দেখতে পারবে না। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার সময় পর্দার ওপরে মিউজিক নোট আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপের মিউজিক লাইব্রেরি উন্মুক্ত হবে। ব্যবহারকারীরা এখান থেকে পছন্দের গান বেছে নিতে পারবেন। স্ট্যাটাসের ধরন অনুযায়ী গান সংযুক্ত করার সময়সীমা নির্ধারিত থাকবে। ছবির ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ সেকেন্ড এবং ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত গান যোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মিউজিক লাইব্রেরিতে লক্ষাধিক গান রয়েছে, যেখান থেকে ব্যবহারকারীরা তাঁদের মনের মতো গান খুঁজে নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপে গান যোগ করার এই নতুন সুবিধা মূলত ইনস্টাগ্রামের স্টোরি, রিলস ও প্রোফাইল মিউজিক সুবিধার মতোই। ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা আগে থেকেই স্টোরি ও রিলসে গান যুক্ত করতে পারতেন। এবার হোয়াটসঅ্যাপেও একই ধরনের সুবিধা চালু হওয়ায় দুটি প্ল্যাটফর্মের অভিজ্ঞতা আরও কাছাকাছি চলে এল। হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, সুবিধাটি ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করা হচ্ছে এবং পর্যায়ক্রমে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া