পাসওয়ার্ড বারবার পরিবর্তন করা ভালো না মন্দ

বারবার পাসওয়ার্ড পরিবর্তন করলে ক্ষতির আশঙ্কাই থাকে বেশিফাইল ছবি

সাইবার হামলা থেকে রক্ষা পেতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন নিরাপত্তা-বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, স্মার্টফোন-কম্পিউটারের লক থেকে শুরু করে ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নিরাপত্তায় কিছুদিন পরপর পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শও দিয়ে থাকেন কেউ কেউ। আর তাই অনেকেই নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করে থাকেন। তবে বারবার পাসওয়ার্ড পরিবর্তনে ভালোর পরিবর্তে ক্ষতিই হতে পারে বলে জানিয়েছেন পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কিপার সিকিউরিটির কনটেন্ট রাইটার অ্যাশলে ডি’আন্দ্রিয়াদ।

অ্যাশলে ডি’আন্দ্রিয়া বলেন, ব্যক্তিগত অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯০ দিন পরপর পাসওয়ার্ড পরিবর্তন করা আর না করা একই বিষয়। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের ভালো বিকল্প হচ্ছে বহুমাত্রিক যাচাইকরণ (মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন) সুবিধা ব্যবহার করা। কারণ, ঘন ঘন পরিবর্তনের ফলে নিজেদের অজান্তেই কোনো একসময় দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকে। ফলে সাইবার হামলার শঙ্কায় থাকেন তাঁরা। অপর দিকে বহুমাত্রিক যাচাইকরণ সুবিধা চালু থাকলে অ্যাকাউন্টের নিরাপত্তায় বাড়তি সুবিধা পাওয়া যায়।  

আরও পড়ুন

অনলাইনে নিরাপদ থাকতে ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়ে অ্যাশলে আরও বলেন, সহজে মনে রাখার জন্য অনেকেই পোষা প্রাণী, প্রিয় খাবার বা স্থানীয় রাস্তার নামের সমন্বয়ে তৈরি পাসওয়ার্ড ব্যবহার করেন। ফলে সহজেই পাসওয়ার্ডের নিরাপত্তা ভেঙে ফেলা যায়। শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য অবশ্যই ১২ সংখ্যার ছোট-বড় অক্ষর ও চিহ্ন ব্যবহার করতে হবে। প্রয়োজনে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে হবে।

সূত্র: দ্য সান

আরও পড়ুন