২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ফায়ারফক্স ব্রাউজারে ত্রুটি, হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ

ফায়ারফক্স ব্রাউজারে একাধিক নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছেরয়টার্স

ফায়ারফক্স ব্রাউজারের দুটি সংস্করণে একাধিক নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। সংস্থাটির মতে, এসব ত্রুটির কারণে কম্পিউটার বা স্মার্টফোনের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে সাইবার হামলা চালানো যায়। তাই সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারকারীরা। এরই মধ্যে দেশটির নাগরিকদের ব্রাউজারটি ব্যবহারে সতর্কও করেছে তারা।

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, ‘ফায়ারফক্স ইএসআর ১১৫.৫.০’ এবং ‘ফায়ারফক্স আইওএস ১২০’–এর আগের সব সংস্করণে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের যন্ত্রে থাকা তথ্য দূর থেকেই সংগ্রহ করতে পারেন সাইবার অপরাধীরা। ফায়ারফক্সের হালনাগাদ সংস্করণ ব্যবহার করে এ সমস্যার সমাধান করা সম্ভব।

আরও পড়ুন

সাইবার হামলা থেকে নিরাপদ থাকার জন্য ফায়ারফক্স ব্রাউজারের সর্বশেষ সংস্করণ ব্যবহারের পাশাপাশি ব্রাউজারের সেটিংসে ‘অটো আপডেট’ সুবিধা চালু রাখার পরামর্শ দিয়েছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এর পাশাপাশি অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইল অ্যাটাচমেন্ট বা লিংকে ক্লিক না করতেও অনুরোধ করেছে সংস্থাটি।

সূত্র: নিউজ ১৮

আরও পড়ুন