নারীদের ছবি বিকৃত করছে হ্যাকাররা, যেভাবে সুরক্ষিত থাকতে হবে

রয়টার্স

ফিশিং ই–মেইল, ম্যালওয়্যার ছড়ানোসহ বিভিন্ন কৌশল ব্যবহার করে সাইবার অপরাধ করছে হ্যাকাররা। এসব কৌশল ব্যবহার করে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করে তারা। এরপর এসব ছবি বিকৃত করে অর্থ আদায় করে থাকে। এমনকি অনলাইনে থাকা ছবি সংগ্রহ করেও বিকৃত করে হ্যাকাররা। সাধারণত নারীদের লক্ষ্য করে এ ধরনের সাইবার অপরাধ করে হ্যাকাররা।

মরফিং টুল ব্যবহার করে কোনো ছবি পরিবর্তন বা বিকৃত করা যায়। হ্যাকাররা এসব টুলের আশ্রয় নিয়ে থাকে। এসব পরিবর্তিত বা বিকৃত ছবি ব্যবহার করে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করার পাশাপাশি তাঁদের নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি, প্রাপ্তবয়স্ক আধেয় তৈরিসহ অন্যদের সঙ্গে ভুয়া চ্যাট করে থাকে সাইবার অপরাধীরা। এ ধরনের সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকতে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। দেখে নেওয়া যাক—

১.
সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো অনলাইন অ্যাকাউন্টে সিকিউরিটি ও প্রাইভেসি সুবিধা চালু করতে হবে।
২.
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি প্রকাশের সময় ‘পাবলিক ভিউ’ করা যাবে না
৩.
যেকোনো অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা ছাড়াও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালু করতে হবে।

৪.
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভুয়া প্রোফাইল দেখলে বা সন্দেহ হলে সেই অ্যাকাউন্ট সম্পর্কে রিপোর্ট করতে হবে।
৫.
এ ধরনের পরিস্থিতির শিকার হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সূত্র: গ্যাজেটস নাউ