২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চাকরির ভুয়া ই–মেইল পাঠিয়ে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা

সাইবার হামলার প্রতীকী ছবিসংগৃহীত

ই–মেইলে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি পাঠিয়ে সাইবার হামলা চালাচ্ছে উত্তর কোরিয়ার হ্যাকার দল লাজারাস। সাইবার হামলা চালানোর জন্য হ্যাকার দলটি প্রথমে ই–মেইলে নিয়োগ বিজ্ঞপ্তিযুক্ত পিডিএফ ফাইল পাঠায়। বিস্তারিত তথ্য জানার জন্য পিডিএফ ফাইলটিতে ক্লিক করলেই ম্যালওয়্যার প্রবেশ করে ব্যবহারকারীদের কম্পিউটার ও ল্যাপটপে। সাইবার হামলার বিষয়টি শনাক্ত করেছে অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ইসেট।

ইসেটের তথ্যমতে, ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণের জন্য ভার্চ্যুয়াল মুদ্রা কেনাবেচার জনপ্রিয় প্ল্যাটফর্ম কয়েনবেসে লোকবল নিয়োগের লোভনীয় বিজ্ঞাপন দিয়ে থাকে হ্যাকাররা। ‘কয়েনবেস অনলাইন ক্যারিয়ারস ২০২২ _ ৭’ শিরোনামে ই–মেইল বার্তা আসায় অনেকেই পিডিএফ ফাইলটিতে ক্লিক করেন। ফলে ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের কম্পিউটার ম্যালওয়্যারে আক্রান্ত হয়। ম্যালওয়্যার প্রবেশ করার পর হ্যাকাররা চাইলেই দূর থেকে সেই ল্যাপটপ বা কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে। ম্যাকওস ব্যবহারকারীদের লক্ষ্য করেই মূলত এ হামলা চালানো হচ্ছে।

গত বছরও ম্যাকওএস ব্যবহারকারীদের চাকরির প্রলোভন দেখিয়ে সাইবার হামলা চালিয়েছিল লাজারাস হ্যাকার দল। শুধু তা–ই নয়, ২০১৭ সালে বিশ্বজুড়ে ওয়ানাক্রাই র‍্যানসমওয়্যার হামলাও চালিয়েছিল তারা। নিরাপদ থাকতে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ই–মেইল বার্তায় ক্লিক না করতে অনুরোধ জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া