অপরিচিতদের নিজের ফেসবুক প্রোফাইল না দেখাতে চাইলে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্ট সেটিংসের কিছু অপশন পরিবর্তন করে আপনি আপনার ফেসবুক প্রোফাইল অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন।
নিজের মতো প্রোফাইল সেটিংস
শুধু পরিচিত বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে চাইলে ফেসবুক প্রোফাইল প্রাইভেট করে ফেলতে পারেন। এতে অপরিচিত বা বন্ধু নয়, এমন কেউ আপনার প্রোফাইলে নজরদারি করতে পারবে না।
এ জন্য ফেসবুক অ্যাপ থেকে প্রোফাইল আইকনে ট্যাপ করুন। এবার ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’–এ ট্যাপ করে আবার ‘সেটিংস’-এ ট্যাপ করুন। এবার প্রাইভেসি সেটিংসে ট্যাপ করুন। এরপর ‘চেক আ ফিউ ইম্পর্টেন্ট সেটিংস’ অপশন নির্বাচন করে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার শিরোনামে ট্যাপ করতে হবে।
এবার কন্টিনিউ চেপে প্রতিটি সেকশনকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। ডান দিকের অপশনে ক্লিক করে ‘ফ্রেন্ডস’ বা ‘অনলি মি’ নির্বাচন করে দিতে হবে। এভাবে প্রতিটি বিষয় পছন্দমতো প্রাইভেসি নির্বাচন করে দিতে দিন। শেষ উইন্ডো না আসা পর্যন্ত নেক্সট করতে হবে।
ফেসবুক প্রোফাইল লক
ফেসবুক প্রোফাইল লক ফিচারটি কাজে লাগিয়ে অপরিচিত যে কারও থেকে নিজেকে লুকিয়ে রাখা যাবে। বিশেষ করে নারীদের জন্য এটি নিরাপত্তা ফিচার হিসেবে বিবেচিত। প্রোফাইলের ছবি, পোস্ট, স্টোরিসহ কোনো তথ্যই এখানে বন্ধু ছাড়া কেউ দেখতে পারে না।
লক চালু করতে চাইলে ফেসবুক অ্যাপ থেকে প্রোফাইলে যান। এবার এডিট প্রোফাইলের পাশে থাকা তিন ডট আইকনে ক্লিক করুন। ড্রপ ডাউন তালিকা থেকে লক প্রোফাইল নির্বাচন করুন। লক প্রোফাইল কীভাবে কাজ করে সেই তথ্য ফেসবুক দেখাবে, তথ্য দেখে নিয়ে লক ইওর প্রোফাইলে ক্লিক করুন।