হোয়াটসঅ্যাপে অন্যের পাঠানো ছবি ও ভিডিওর শিরোনাম পরিবর্তন করা যাবে
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে অন্যদের পাঠানো বার্তা, ছবি বা ভিডিও নির্দিষ্ট ব্যক্তিকে পুনরায় পাঠিয়ে থাকেন অনেকেই। এ সময় ছবি বা ভিডিওর শুরুতে প্রেরকের দেওয়া শিরোনামই অন্যরা দেখতে পান। কিন্তু অনেক সময় এসব শিরোনামে ভুল বা পুরোনো তথ্য থাকে। সমস্যা সমাধানে অন্যদের পাঠানো ছবি বা ভিডিওতে নতুন শিরোনাম যুক্ত করার সুযোগ চালু করছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন।
হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো ছবি বা ভিডিও নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানোর সময় শিরোনাম পরিবর্তন করলে তা নতুন বার্তা হিসেবে দেখা যাবে। ফলে প্রাপক সহজেই বুঝতে পারবেন ছবি বা ভিডিওর শিরোনাম পরিবর্তন করা হয়েছে। ফলে মূল প্রেরকের ছবি বা ভিডিও ভুলভাবে উপস্থাপন করা যাবে না। ছবি বা ভিডিওতে থাকা শিরোনাম পরিবর্তনের এ সুযোগ শিগগিরই চালু হবে।
নতুন এ সুবিধা চালু হলে প্রাতিষ্ঠানিক কাজে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে ছবি বা ভিডিওসহ বিভিন্ন তথ্য সহকর্মীদের সঙ্গে আদান-প্রদান করা যাবে। ফলে বর্তমানের তুলনায় আরও সহজে হোয়াটসঅ্যাপে একে–অপরের সঙ্গে যোগাযোগের সুযোগ মিলবে।
সূত্র: নিউজ১৮