নতুন যেসব দেশে ফেসবুকের নিউজ ট্যাব থাকছে না
চালুর দুই বছর পরপরই ফিড থেকে নিউজ ট্যাব সরিয়ে ফেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কারণ, এটির জন্য নতুন কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। এখন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে নিউজ ট্যাব চালু থাকলেও আগামী বছর এসব দেশে এটি বন্ধ করবে বলে জানিয়েছে মেটা।
সম্প্রতি কানাডায় নতুন একটি আইনের ফলে সব ধরনের সংবাদ লিংক প্রদর্শন বন্ধ করে মেটা। নতুন আইন অনুযায়ী, সংবাদ আধেয়র লিংক প্রদর্শিত হলে সংবাদ প্রকাশক প্রতিষ্ঠানকে অর্থ দিতে হবে মেটার।
এদিকে মেটা বলছে, এখনো যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি—এই তিন দেশের সংবাদ প্রতিষ্ঠান ফেসবুকে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই লিংক, রিলস ও অন্যান্য আধেয় প্রকাশ করতে পারবে। তবে এই তিন দেশে আগামী বছর থেকে সংবাদ দেখার জন্য আলাদা নিউজ ট্যাব বন্ধ হয়ে যাবে।
মেটা বলছে, এই তিন দেশের সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তারা এখন নিউজ ট্যাব চালু রাখছে। তবে পরবর্তী সময়ে এটি চালু করা হবে না। এমনকি সংবাদ প্রকাশকদের সঙ্গে সংশ্লিষ্ট এমন কোনো নতুন সুবিধা নিয়ে আসারও পরিকল্পনা নেই। এই তিন দেশে নিউজ ট্যাব বন্ধ করা নতুন কৌশলের অংশ। কারণ, ব্যবহারকারীদের আগ্রহ বেশি—এমন বিষয় নিয়েই নতুন পণ্য বা সেবা আনতে চায় প্রতিষ্ঠানটি।
ফেসবুক ফিডে যা দেখা হয়, তার মাত্র ৩ শতাংশ আসে নিউজ ট্যাব থেকে। নিউজ ট্যাবের থেকে অন্যের সঙ্গে যুক্ত হতে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও নিয়ে ব্যবহারকারীদের আগ্রহ বেশি। গত মাসে কানাডায় ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ প্রদর্শন বন্ধ করে মেটা।