সাইবার হামলার ঝুঁকিতে পুরোনো আইফোন ব্যবহারকারীরা

জিরো ডে নিরাপত্তাত্রুটির কারণে সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন পুরোনো আইফোন ব্যবহারকারীরারয়টার্স

আইওএস অপারেটিং সিস্টেমে থাকা ‘জিরো ডে’ নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরে দ্রুত ত্রুটিটির সমাধান করে আইওএস ১৮.৩.২ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। হ্যাকারদের হামলা থেকে রক্ষা পেতে আইফোন ব্যবহারকারীদের দ্রুত হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের তথ্যমতে, আইওএস ১৭.২ অপারেটিং সিস্টেম থেকে আগের সব আইওএস সংস্করণে ‘সিভিই–২০২৫–২৪২০১’ নামের ভয়ংকর জিরো ডে নিরাপত্তাত্রুটি পাওয়া গেছে। ব্রাউজার ইঞ্জিনের ওয়েবকিটে থাকা এই ত্রুটির কারণে সাফারি ব্রাউজারসহ অন্যান্য ব্রাউজারের নিরাপত্তা এড়িয়ে হ্যাকাররা চাইলেই ব্যবহারকারীদের যন্ত্রে ভুয়া ওয়েবসাইট প্রদর্শন করে বিভিন্ন কৌশলে সাইবার হামলা চালাতে পারে। আর তাই পুরোনো সংস্করণ ব্যবহারের কারণে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন আইফোন ব্যবহারকারীরা।

আরও পড়ুন

জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারেন, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়।

সূত্র: ডেইলি মেইল

আরও পড়ুন