একসঙ্গে অনেককে স্টোরিজে ট্যাগ করতে কাজ করছে ইনস্টাগ্রাম
একসঙ্গে অনেককে (অ্যাকাউন্ট) স্টোরিজে ট্যাগ করতে ‘গ্রুপ ট্যাগিং’ সুবিধা নিয়ে কাজ করছে ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। এ সুবিধা চালু হলে স্টোরিজে অনেককে ট্যাগ করতে সবার অ্যাকাউন্ট নাম আলাদা করে লেখার প্রয়োজন হবে না।
ইনস্টাগ্রাম চ্যানেলে প্রতিষ্ঠানটির প্রধান অ্যাডাম মোসেরি লিখেছেন, ‘শুধু একবার “মেনশন” করে স্টোরিজে একসঙ্গে অনেককে ট্যাগ করার সুবিধা নিয়ে আমরা কাজ করছি। নতুন স্টোরিজে এই গ্রুপের যে কেউ ট্যাগটি পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন। ফলে বন্ধুদের সঙ্গে বেড়ানোর সময় স্টোরিজে সবার অ্যাকাউন্ট নাম আলাদা করে না লিখেও সবাইকে ট্যাগ করা যাবে।’
নতুন এ সুবিধাটি কীভাবে কাজ করবে এটি নিয়ে কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ব্যবহারকারীরা ট্যাগ করার জন্য সম্ভবত বিভিন্ন ট্যাগ গ্রুপ তৈরি করতে পারবেন। এরপর কোনো স্টোরিজ পোস্ট করার সময় সেই গ্রুপ ট্যাগ নির্বাচন করলেই গ্রুপে থাকা সবাই স্টোরিজটিতে ট্যাগড হবেন।
ধারণা করা হচ্ছে, সুবিধাটি প্রথমে যুক্তরাষ্ট্রে চালু করা হবে। এরপর ধারাবাহিকভাবে অন্য দেশেও সুবিধাটি পরখ করতে পারবেন ব্যবহারকারীরা। তবে কবে নাগাদ সুবিধাটি উন্মুক্ত হবে, সেটিও জানা যায়নি।
এদিকে সম্প্রতি ব্যক্তিগত বার্তা পাওয়ার ক্ষেত্রে বিড়ম্বনা এড়াতে নতুন নিয়ম চালু করেছে ইনস্টাগ্রাম। ফলে ব্যবহারকারী যাঁদের ইনস্টাগ্রাম অনুসরণ করেন না, এমন অপরিচিত আইডি থেকে অনুমতি ছাড়া একবারের বেশি বার্তা পাঠানো যাবে না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া