ক্রোম ব্রাউজারে নিরাপত্তাত্রুটি, আপনার সংস্করণ নিরাপদ তো

ক্রোম ব্রাউজারের একাধিক সংস্করণে নতুন নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছেরয়টার্স

মাত্র এক সপ্তাহ আগেই ক্রোম ব্রাউজারে থাকা একটি ‘জিরো ডে’ নিরাপত্তাত্রুটির সমাধান করে হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। ‘জিরো ডে’ নিরাপত্তাত্রুটির সমাধান হলেও ক্রোম ব্রাউজারের বেশ কয়েকটি ডেস্কটপ সংস্করণে নতুন নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সংস্থাটির মতে, ভয়ংকর এ ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরির পাশাপাশি ব্যবহারকারীদের অজান্তে বিভিন্ন ক্ষতিকর কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে।

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, উইন্ডোজের জন্য তৈরি ক্রোম ব্রাউজারের ‘১২৮.০.৬৬১৩.১১৩/১১৪’ এবং ম্যাক ও লিনাক্সের জন্য তৈরি ‘১২৮.০.৬৬১৩.১১৩/.১১৪’ ও ‘১২৮.০.৬৬১৩.১১৩’ সংস্করণের আগের সব সংস্করণে নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। ফলে অসংখ্য কম্পিউটার ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন।

জানা গেছে, ক্রোম ব্রাউজারের সঙ্গে যুক্ত গুগলের স্কিয়া গ্রাফিক ইঞ্জিনের সংযোগ ত্রুটির কারণে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম চলা সব যন্ত্রে ড্যানিয়েল অব সার্ভিস (ডিওএস) সাইবার হামলা চালানোর পাশাপাশি দূর থেকে কোড যুক্ত করে তথ্য সংগ্রহ করা যায়। এর ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত ক্রোম ব্রাউজারের সংস্করণ হালনাগাদ করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া