টিকটকে ফিল্টার ও ইফেক্ট তৈরি করে আয় করা যাবে যেভাবে
ভিডিওর পাশাপাশি এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও আয় করা যাবে ভিডিও বিনিময়ের নেটওয়ার্ক টিকটকে। তবে চাইলেই সব কনটেন্ট নির্মাতা অর্থ আয় করতে পারবেন না। শুধু ভাইরাল হওয়া ফিল্টার ও ইফেক্টের নির্মাতারাই অর্থ আয় করতে পারবেন। নতুন এ সুযোগ দিতে ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করেছে টিকটক।
টিকটকের তথ্যমতে, যেসব ফিল্টার ও ইফেক্ট ৯০ দিনের মধ্যে অন্য ৫ লাখ টিকটক ব্যবহারকারী নিজেদের ভিডিওতে ব্যবহার করবেন, সেগুলোর নির্মাতাদের ৭০০ ডলার করে দেওয়া হবে। পাঁচ লাখের পর প্রতি লাখ ব্যবহারের জন্য অতিরিক্ত ১৪০ ডলার করে পাবেন নির্মাতারা। অর্থাৎ কোনো নির্মাতার তৈরি ফিল্টার যদি ৯০ দিনে ১০ লাখ বার ব্যবহার করা হয়, তবে সেই নির্মাতা ১ হাজার ৪০০ ডলার আয় করতে পারবেন। একাধিক ফিল্টার ও ইফেক্ট ভাইরাল হলে আয়ের পরিমাণও বেশি হবে।
নতুন এ সুবিধা চালুর ফলে টিকটক ভিডিওর পাশাপাশি ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও নিয়মিত আয় করা যাবে। তবে ভাইরাল ফিল্টার ও ইফেক্ট নির্বাচনের পদ্ধতিটি বেশ জটিল করেছে টিকটক। কারণ, নির্দিষ্ট নির্মাতার তৈরি ফিল্টার ও ইফেক্ট অন্য কোনো ব্যক্তি নিজের ১০টি ভিডিওতে ব্যবহার করলেও সেটি একটি ভিডিও হিসেবে গণ্য করা হবে। ফলে ৯০ দিনে এককভাবে ৫ লাখ ভিডিওতে এসব ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, ভিডিওতে মজার ফিল্টার ও ইফেক্ট তৈরির জন্য গত বছর ইফেক্ট হাউস সুবিধা চালু করেছে টিকটক। এ সুবিধা কাজে লাগিয়ে অগমেন্টেড প্রযুক্তির (এআর) ফিল্টার ও ইফেক্ট তৈরি করা যায়। এত দিন এ সুবিধা কাজে লাগিয়ে নিজেদের ভিডিওতে মজার ফিল্টার ও ইফেক্ট ব্যবহারের সুযোগ মিললেও এবার আয় করা যাবে।
সূত্র: দ্য ভার্জ