এক মিনিটে খোলা যাবে ডেলের লুনা ল্যাপটপ

রোবটের মাধ্যমে এক মিনিটে ল্যাপটপের পুরো যন্ত্রাংশ খুলে দেখিয়েছে ডেলডেল

গত বছরের ডিসেম্বর মাসে কনসেপ্ট লুনা ল্যাপটপের নকশা উন্মুক্ত করেছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল। টেকসই ল্যাপটপ তৈরির অংশ হিসেবে এবার সেই নকশার ল্যাপটপে রোবটিকস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মেরামতের গতি বাড়ানোর ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ডেলের তথ্যমতে, প্রতিষ্ঠানটির ২০১৭ ল্যাটিটিউড ই৫২৭০ মডেলের ল্যাপটপে মেরামত যোগ্যতার সূচক ছিল ১০-এ ১০। তবে নতুন এ ল্যাপটপে ভেতরের বিভিন্ন যন্ত্রাংশ অল্প আঠা এবং সোল্ডারিংয়ের মাধ্যমে যুক্ত থাকার পাশাপাশি মাত্র চারটি স্ক্রু ব্যবহার করায় সূচকের মান আরও নিখুঁত হবে।

একটি স্ক্রু খুলেই এই নকশার ল্যাপটপের কি-বোর্ড, পর্দা, ফ্যান, ব্যাটারি, মাদারবোর্ড এবং স্পিকারগুলো মেরামত করা যাবে। ফলে সময় কম লাগবে। ল্যাপটপে ব্যবহার করা টেলিমেট্রি প্রযুক্তির বিষয়ে ডেল কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত ভিন্ন ভিন্ন ধাপে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হওয়ার সমস্যা দ্রুত শনাক্তের কাজ করবে এ প্রযুক্তি।

কনসেপ্ট লুনা ল্যাপটপের বিষয়ে বিস্তারিত জানাতে রোবটের মাধ্যমে এক মিনিটে ল্যাপটপটির পুরো যন্ত্রাংশ খুলে আলাদা করে দেখিয়েছে ডেল। ভিডিওতে দেখা গেছে, ল্যাপটপের পর্দার নিচে একটি পিন প্রবেশ করালেই পুরো পর্দা মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ডেলের এই ল্যাপটপ এখনো একটি ধারণামাত্র এবং তা বিক্রির জন্য নয়।
সূত্র: জেডডিনেট