আইফোনের জন্য জরুরি হালনাগাদ
বেশ কিছু ত্রুটি সমাধানে আইফোনের জন্য জরুরি হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। অ্যাপল বলছে, নতুন এ হালনাগাদে দুটি গুরুতর ত্রুটির সমাধান করা হয়েছে। জরুরি হালনাগাদ পেতে ব্যবহারকারীদের সেটিংস অপশন যাচাই করার পরামর্শ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
এ ত্রুটির বিষয়ে অ্যাপল বলছে, সাইবার অপরাধীরা এ ত্রুটিকে সক্রিয়ভাবে কাজে লাগিয়ে স্মার্টফোনে সাইবার আক্রমণ করেছে। এ দুটি ত্রুটির দুর্বলতাকে কাজে লাগিয়ে অপরাধীরা সংকেত (কোড) সক্রিয় করে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই যন্ত্রের দখল নিতে পারে। প্রথম ত্রুটিতে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আক্রমণ করা হয়। ওয়েব আধেয়র দুর্বলতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় ত্রুটির সুযোগ নেয় অপরাধীরা।
নতুন হালনাগাদ আইওএস ১৬.৫.১-এ পরবর্তী সময়ে আর কোনো আক্রমণ হবে না বলে নিশ্চিত করা হয়েছে। ফলে ব্যবহারকারীদের নতুন হালনাগাদ কার্যকর করা জরুরি।
এ দুটি ত্রুটি ছাড়াও নতুন এ হালনাগাদের ফলে বজ্রপাতের সময় ইউএসবি-৩ ক্যামেরা অ্যাডাপটার থেকে চার্জ করা প্রতিরোধ করবে। হালনাগাদটি সম্পর্কে জানতে ব্যবহারকারীকে আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল থেকে সফটওয়্যার হালনাগাদে ক্লিক করতে হবে।
এ ছাড়া আইফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম আইওএস-১৭ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এতে স্ট্যান্ডবাই মোড, জার্নাল অ্যাপ, নতুন কন্টাক্ট কার্ড এবং উন্নত মেসেজিং সুবিধা যুক্ত হবে।
সূত্র: মিরর