ধ্রুপদী গানের অ্যাপ আনল অ্যাপল
সংগীতপ্রেমীদের দেশ–বিদেশের জনপ্রিয় ধ্রুপদী গান শোনার সুযোগ দিতে ‘অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল’ নামের স্ট্রিমিং অ্যাপ চালু করেছে অ্যাপল। অ্যাপস্টোর থেকে অ্যাপটি নামিয়ে বিভিন্ন ভাষার ধ্রুপদী গান শোনা যাবে। শুধু তা-ই নয়, চাইলে শুধু ধ্রুপদী সুর শোনারও সুযোগ মিলবে। আইওএস ১৫.৪ থেকে পরবর্তী সংস্করণের চলা আইফোনে অ্যাপটি ব্যবহার করা যাবে।
ধ্রুপদী গানের আলাদা অ্যাপ তৈরির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছিল অ্যাপল। এ জন্য ২০২১ সালে ধ্রুপদী গানের স্ট্রিমিং প্রতিষ্ঠান প্রাইমফোনিক কিনে নেয় প্রতিষ্ঠানটি। অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল অ্যাপটি মূলত প্রাইমফোনিকের কারিগরি ও তথ্যভান্ডার কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে।
অ্যাপলের তথ্যমতে, অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল অ্যাপটিতে ৫০ লাখের বেশি ধ্রুপদী গানের পাশাপাশি কয়েক হাজার গানের অ্যালবাম রয়েছে। গানের শিরোনাম বা অ্যালবামের পাশাপাশি সুরকারের নাম লিখেও নির্দিষ্ট গান খুঁজে পাওয়া যাবে অ্যাপটিতে। ফলে ব্যবহারকারীরা সহজে নিজেদের পছন্দের ক্ল্যাসিক্যাল গান শোনার সুযোগ পাবেন।
সূত্র: দ্য ভার্জ