যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইলন মাস্ক
টিকটক নিষিদ্ধ করতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিল পাস হয়েছে। এই বিল পাসের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটি। তবে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন টেসলা, স্পেসএক্স ও এক্সের (সাবেক টু্ইটার) মালিক ইলন মাস্ক। এ বিষয়ে এক্সে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি সরকারি সেন্সরশিপ ও নিয়ন্ত্রণ বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তিনি। এর আগে টিকটক নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হলে ইলন মাস্ক বলেছিলেন, ‘আমি সাধারণত কোনো কিছু নিষিদ্ধের বিপক্ষে। তবে টিকটক নিষিদ্ধ হলে টুইটারের (বর্তমানে এক্স) সুবিধা হবে।’
যুক্তরাষ্ট্রে টিকটকের নিষিদ্ধ হওয়ার শঙ্কার বিষয়ে ইলন মাস্ক এক্সে জানান, এই বিলটি শুধু টিকটকের বিষয়ে নয়, বরং সেন্সরশিপ ও সরকারের নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত। বিলটি যদি শুধু বিদেশি মালিকানার জন্য টিকটককে উদ্দেশ করে তোলা হয়, তবে তা বৃহত্তর প্রভাব ফেলবে না।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া বিলটিতে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ছেড়ে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে। অন্যথায় যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্কও করা হয়েছে। কংগ্রেসের নিম্নকক্ষে বিপুল ভোটে পাস হওয়া বিলটি বাস্তবায়নের জন্য সিনেটের অনুমোদন পেতে হবে। এরপর প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে এটি আইনে পরিণত হবে।
বেইজিংভিত্তিক বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য চীনে পাচার করছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ে শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। আর তাই টিকটকের ওপর চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া