২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবরে ভেঙে পড়ে গুগল, টুইটারের সাইট

জনপ্রিয় পপসংগীত তারকা মাইকেল জ্যাকসন মারা গেছেন—এই সংবাদ প্রকাশের পরপর গুগল, টুইটারসহ বিশ্বের বড় কয়েকটি ওয়েবসাইট বন্ধ হয়ে যায় (ক্র্যাশ করে)।

মাইকেল জ্যাকসনরয়টার্স

২৫ জুন ২০০৯
মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবরে ভেঙে পড়ে গুগল, টুইটারের সাইট
বিশ্বব্যাপী জনপ্রিয় পপসংগীত তারকা মাইকেল জ্যাকসন মারা গেছেন—এই সংবাদ প্রকাশের পরপর বিশ্বের বড় কয়েকটি ওয়েবসাইট বন্ধ হয়ে যায় (ক্র্যাশ করে)। ২৫ জুন বেলা সোয়া ৩টায় ৫০ বছর বয়সী মাইকেল জ্যাকসনের মৃত্যুসংবাদ প্রকাশিত হওয়ার পর বিপুল পরিমাণ মানুষ একসঙ্গে ওয়েবসাইটে ঢুঁ মারতে গেলে গুগল, টুইটার ও এওএলের (আমেরিকা অনলাইন) সাইট বন্ধ হয়ে যায়।

যদিও গুগল দাবি করেছিল, ডিডস আক্রমণের কারণে ৩০ মিনিটের জন্য তাদের সাইট বন্ধ হয়ে গিয়েছিল। আসলে সারা পৃথিবী থেকে বিপুল পরিমাণ ভক্ত মাইকেল জ্যাকসনের মৃত্যুসংবাদ একসঙ্গে খোঁজার কারণে সার্ভারের ধারণক্ষমতার ওপর চাপ পড়ায় সাইটগুলো সাময়িকভাবে বন্ধ হয়েছিল। তখন সিএনএন একটি শিরোনাম করেছিল এমন—‘জ্যাকসন মারা গেছেন, সঙ্গে করে নিয়ে গেলেন প্রায় পুরো ইন্টারনেট’।
গুগল, টুইটার ও এওল বসে পড়লে ব্যবহারকারীরা টিএমজেড (প্রথম খবরটি প্রকাশ করেছিল), পেরেজ হিলটন’স ব্লগে ঝাঁপিয়ে পড়ে। ফলে এই সাইটগুলোও সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।
সূত্র: রয়টার্স, ইকোনমিক টাইমস ও কম্পিউটার হোপ

বিল গেটস ও পল অ্যালেন (ডানে)
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

২৫ জুন ১৯৮১
মাইক্রোসফট হলো ইনকরপোরেটেড
বিল গেটস ও পল অ্যালেন সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রতিষ্ঠার ছয় বছর পর ১৯৮১ সালের ২৫ জুন মাইক্রোসফট ইনকরপোরটেড হয়। প্রতিষ্ঠার শুরুতে এমআইটির অ্যালটেয়ার হোম কম্পিউটার কিটের জন্য বেসিক প্রোগ্রাম তৈরি করেন বিল গেটস ও পল অ্যালেন। তাঁদের বন্ধুরা এটা খুব পছন্দ করেছিলেন। পরে সাফল্যের পর সাফল্য আসে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং ওয়ার্ড ও এক্সেলের মতো সফটওয়্যারের হাত ধরে। পারসোনাল কম্পিউটারের সফটওয়্যার বাজারে পুরোই আধিপত্য বিস্তার করে মাইক্রোসফট। আর রাজস্ব আয় হয় শত শত কোটি ডলার।

অ্যান্ড্রয়েড টিভি
উইকিপিডিয়া

২৫ জুন ২০১৪
এল অ্যান্ড্রয়েড টিভি
স্মার্ট টেলিভিশন চালানোর সফটওয়্যার (অপারেটিং সিস্টেম) অ্যান্ড্রয়েড টিভি প্রকাশ করে গুগল। এর আগে গুগল এনছিল গুগল টিভি। সেটি ব্যর্থ হওয়ার পর আনে অ্যান্ড্রয়েড টিভি। এটি তৈরি করা হয় টেলিভিশন সেট, ডিজিটাল মিডিয়া প্লেয়ার, সেট–টপ বক্স ও সাউন্ডবারের জন্য। ২০১৪ সালের ২৫ জুন আত্মপ্রকাশ করলেও অ্যান্ড্রয়েড টিভি ব্যবহৃত হয় নভেম্বরে নেক্সাস প্লেয়ারে। পরবর্তী সময়ে সনি ও শার্পের পণ্যেও এটির ব্যবহার করা শুরু হয়।
অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ১৩(১) প্রকাশিত হয়েছে গত বছরের ২ ডিসেম্বর।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, উইকিপিডিয়া