জুম চালু করছে তথ্য নিরাপদে সংরক্ষণের সুবিধা

জুমরয়টার্স

ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বাড়াতে ‘কাস্টমার ম্যানেজড কি’ সুবিধা চালু করছে ভিডিও সভা করার সফটওয়্যার জুম। এ সুবিধা চালু হলে গুরুত্বপূর্ণ তথ্য ‘এনক্রিপ্ট’ (বিশেষ সংকেত) করে জুমের ক্লাউডে সংরক্ষণ করা যাবে। এনক্রিপ্ট করা তথ্যের চাবি বা কোডও থাকবে ব্যবহারকারীদের কাছে। ফলে তথ্যগুলো অন্য কেউ দেখতে পারবে না।

আরও পড়ুন

এক ব্লগ বার্তায় জুমের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার কার্তিক রমণ জানিয়েছেন, সব সংগঠনেরই গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের আলাদা নিরাপত্তাব্যবস্থা থাকে। আর তাই তাঁদের তথ্যগুলো নিরাপদে রাখা প্রয়োজন। নতুন এ সুবিধায় জুম ক্লাউডে সংরক্ষণ করা তথ্যগুলোতে আলাদা এনক্রিপশন কি থাকবে। ফলে ব্যবহারকারীরা নিজেরাই নিজেদের তথ্যের নিরাপত্তা দিতে পারবেন।

আরও পড়ুন

‘কাস্টমার ম্যানেজড কি’ সেবা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের বিনিময় করা বিভিন্ন তথ্য, ভয়েসমেইল বা ভিডিও রেকর্ডিং এনক্রিপ্ট আকারে জুম ক্লাউডে সংরক্ষণ করতে পারবেন। পরে প্রয়োজনের সময় নির্দিষ্ট কোড ব্যবহার করে সেগুলো স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে।

প্রাথমিকভাবে জুমের এডব্লিউএস (অ্যামাজন ওয়েব সার্ভিসেস) ব্যবস্থাপনা সেবা ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। কবে নাগাদ এ সেবা চালু হবে বা কোনো অর্থ খরচ করতে হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি জুম কর্তৃপক্ষ।
সূত্র: টেক রাডার