গুগল ম্যাপস ও গুগল আর্থে নতুন সুবিধা
বিভিন্ন স্থানের ছবি নিখুঁতভাবে দেখার সুযোগ দিতে গুগল ম্যাপসের স্যাটেলাইট ভিউতে ক্লাউড স্কোর প্লাস নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল যুক্ত করেছে গুগল। এআই মডেলটি স্যাটেলাইটের মাধ্যমে ধারণ করা ছবি থেকে মেঘ, কুয়াশা ও ধোঁয়া স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে পারায় ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় স্পষ্টভাবে নির্দিষ্ট স্থানের ছবি দেখতে পারবেন।
এআই মডেল যুক্তের পাশাপাশি গুগল ম্যাপসের স্ট্রিট ভিউয়ের ভার্চ্যুয়াল ট্যুর সুবিধা বিভিন্ন দেশে বর্ধিত করা হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে বিভিন্ন দেশের নতুন স্থানে ঘরে বসেই ভার্চ্যুয়াল ভ্রমণ করা যাবে। এ ছাড়া গুগল ম্যাপসে থাকা আর্জেন্টিনা, ফ্রান্স, জাপান, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানের ছবিও হালনাগাদ করেছে গুগল।
গুগল ম্যাপসের পাশাপাশি গুগল আর্থেও নতুন সুবিধা চালু করেছে গুগল।
হিস্টরিক্যাল ইমাজেরি নামের এ সুবিধা চালুর ফলে বিভিন্ন দেশের শহর বা বনাঞ্চল কয়েক দশক আগে দেখতে কেমন ছিল, তা দেখা যাবে। ফলে নির্দিষ্ট কোনো শহর, অঞ্চল বা প্রাকৃতিক দর্শনীয় স্থান বছরের পর বছর ধরে কীভাবে পরিবর্তন হয়েছে, তা জানার সুযোগ মিলবে। স্মার্টফোন ও ওয়েব—উভয় সংস্করণেই গুগল আর্থের এ সুবিধা ব্যবহার করা যাবে বলে জানিয়েছে গুগল। পর্যায়ক্রমে সব দেশের ব্যবহারকারীরা গুগল ম্যাপস ও গুগল আর্থের নতুন সুবিধা ব্যবহার করতে পারবেন।
সূত্র: ইন্ডিয়া টুডে