দেশে এল ১২৫ সিসির নতুন বাইক, ১ লিটার তেলে চলবে ৬৮ কিলোমিটার
এক লিটার তেলে ৬৮ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে নতুন মডেলের এমন একটি মোটরবাইক নিয়ে এসেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)। ১২৫ সিসির এই মোটরবাইকে হোন্ডা ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করেছে, যা দিয়ে চাবি বন্ধ না করেও ইঞ্জিন বন্ধ করা যাবে। পাশাপাশি রয়েছে বিএস-৬ মানের ৪ স্ট্রোকের এয়ার কুলড ইঞ্জিন ও ডিজিটাল স্পিডোমিটার। বিএইচএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বাইকটি দেশের বাজারে ছাড়া ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরো মাতসুজাকি এবং প্রধান বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ আশেকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিগেরো মাতসুজাকি বলেন, পৃথিবীজুড়ে হোন্ডা অটোমোবাইল শিল্পে নেতৃত্ব দিয়ে আসছে। নিত্যনতুন প্রযুক্তি এবং সবুজায়নের কথা মাথায় রেখে হোন্ডা নানা সুবিধাসহ মোটরসাইকেল তৈরি করে। মোটরসাইকেল উৎপাদনে সারা পৃথিবীতে হোন্ডা প্রথম স্থানে রয়েছে। এসপি ১২৫ বাইকে এমন সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সাধারণত ১৫০ সিসি বা এর বেশি সিসির মোটরসাইকেলে মেলে।
এসপি ১২৫ বাইকের সুবিধা বর্ণনা করে শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, এই নতুন মোটরসাইকেলের ডিজিটাল মিটারে রয়েছে ইকো ইন্ডিকেটর, রিয়েল টাইম মাইলেজ, অ্যাভারেজ মাইলেজ, ডিসট্যান্স টু এম্পটি, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর ইত্যাদি তথ্য দেখার সুব্যবস্থা। পেছনে ব্যবহার করা হয়েছে প্রশস্ত চাকা।
এ ছাড়া মোটরসাইকেলে এনহ্যান্সড স্মার্ট পাওয়ার (ইএসপি), ফ্রিকশন রিডাকশন, এলইডি হেডলাইট, প্রিমিয়াম ক্রোম মাফলার কভার, ৫ গতির গিয়ার, ৫ ধাপের দ্বৈত সাসপেনশন এবং সিলড চেইন ব্যবহার করা হয়েছে। চাকায় ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। বাইকটির আসনের দৈর্ঘ্য ৬৭৮ মিলিমিটার। মাটি থেকে উচ্চতা ১৬০ মিলিমিটার। ১১৬ কেজি ওজনের বাইকটিতে তেলের ধারণক্ষমতা ১১ লিটার।
হোন্ডা এসপি ১২৫ বাইকের দাম ১ লাখ ৬৩ হাজার টাকা। নীল, লাল, কালো এবং ধূসর রঙে বাইকটি পাওয়া যাবে। সঙ্গে থাকবে দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটার বিক্রয়োত্তর সেবা।