বৈদ্যুতিক পাদানিসহ দেশের বাজারে টিগো সেভেন প্রো

চীনা প্রতিষ্ঠান চেরির নতুন গাড়ি এসেছে বাজারে
সংগৃহীত

হাতভর্তি বাজার নিয়ে গাড়িটির পেছনে দাঁড়িয়ে আবার একটু পিছিয়ে এলেই খুলে যাবে পেছনের ডালা। এ জন্য অবশ্য গাড়ির চাবি থাকতে হবে পকেটে। তেমনি ইঞ্জিনের হুডটাও লক খোলার পর হাইড্রোলিকের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। প্রথম সারিতে গাড়ির ডান অথবা বাঁ দিকের দরজা খুললে স্বয়ংক্রিয়ভাবে নেমে আসবে বৈদ্যুতিক পাদানি (অটো ফুট স্টেপার)।

তবে এই সুবিধার জন্য গুনতে হবে বাড়তি টাকা। দেশের বাজারে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরি নিয়ে এসেছে মধ্যম বাজেটের নতুন স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) টিগো সেভেন প্রো ২০২৩।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত চেরি চীনে জাগুয়ার ও ল্যান্ডরোভার গাড়ি তৈরিতে যৌথভাবে কাজ করে। পাঁচ আসনের টিগো সেভেন প্রো ২০২৩ মডেলে রয়েছে ১ দশমিক ৫ লিটার বা ১৪৯৮ সিসির টার্বো ইনলাইন পেট্রল ইঞ্জিন। ৪ সিলিন্ডারসহ ১৬ ভালভের এই ইঞ্জিনে ৫৬০০ আরপিএমে সর্বোচ্চ অশ্বশক্তি ১৪৫। গাড়িটি ৪৪০০ আরপিএমে সর্বোচ্চ ২১০ নিউটন মিটার (এনএম) শক্তি উৎপাদন করতে সক্ষম।

দ্বৈত ক্লাচসমৃদ্ধ ৭ গিয়ারেরর টিগো সেভেন প্রোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮৬ কিলোমিটার। শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে গাড়িটির সময় লাগে ৯ দশমিক ৭ সেকেন্ড। গাড়িটির জ্বালানি ধারণক্ষমতা ৫১ লিটার। প্রতি লিটার জ্বালানি খরচ করে টিগো সেভেন প্রো শহরে ৯ থেকে ১১ কিলোমিটার এবং মহাসড়কে ১৪ থেকে ১৬ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। নিরাপত্তার জন্য গাড়িটি এ-এনক্যাপের ফাইভ স্টার রেটিংপ্রাপ্ত। গাড়িটিতে গার্ড-রিং এয়ারব্যাগ রয়েছে, যাতে যেকোনো দুর্ঘটনায় চালক ও যাত্রীদের মাথা পুরোপুরি নিরাপত্তা পাবে।

টিগো সেভেন প্রোর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৪৫০০, ১৮৪২ ও ১৭৪৬ মিলিমিটার। চাকার পরিধি ২৬৭০ মিলিমিটার। গাড়িটির ওজন ১ হাজার ৪৬৫ কেজি। গাড়ির পেছনে ৪৬৩ লিটার পর্যন্ত মালামাল বহন করা যাবে, যা দ্বিতীয় সারির আসন উল্টে রেখে ১ হাজার ২৮৭ লিটার পর্যন্ত বাড়ানো যায়। পেছনের চাকার শক্তিতে পরিচালিত এই গাড়িতে ম্যাকপারসনের ফ্রন্ট এবং মাল্টিলিংক রিয়ার সাসপেনশন ব্যবহার করা হয়েছে।

গাড়িটিতে ডায়মন্ড কাট ১৮ ইঞ্চি অ্যালয় চাকা রয়েছে। চলতি পথে চাকাসংক্রান্ত যেকোনো বিপদে ব্যবহারের জন্য অতিরিক্ত ১৭ ইঞ্চি আকারের আরও একটি চাকা দেওয়া আছে। মাটি থেকে গাড়িটির উচ্চতা (গ্রাউন্ড ক্লিয়ারেন্স) ২১০ মিলিমিটার।

টিগো সেভেন প্রোর অন্দরসজ্জা আকর্ষণীয়
সংগৃহীত

টিগো সেভেন প্রোতে বড় আকারের প্যানারমিক সানরুফ রয়েছে। রয়েছে রুফ রেইল। গাড়ির চারপাশ এমনভাবে ফোলানো হয়েছে যেন যেকোনো দুর্ঘটনায় যাত্রীরা সহজে আঘাত পাওয়া থেকে বাঁচতে পারেন। এতে গাড়ির অভ্যন্তরীণ জায়গা বেড়েছে বেশ। এলইডি হেডলাইট, এলইডি ডেটাইম রানিং লাইট, সামনে ও পেছনে ফগ লাইট, শার্কফিন অ্যানটেনা, ক্রম সাইড মোল্ডিং, স্পয়লারসহ ওয়েলকাম লাইট রয়েছে।

২০২৩ মডেলের এই গাড়ির অন্দরসজ্জাও আকর্ষণীয়। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র চালনার জন্য এতে রয়েছে ৮ ইঞ্চি ক্লাইমেট কন্ট্রোল ডিসপ্লে। এ ছাড়া গাড়িটিতে ১২ দশমিক ৩ ইঞ্চির ডিজিটাল ইনফো ডিসপ্লে এবং ১০ দশমিক ২৫ ইঞ্চির মাল্টিমিডিয়া ডিসপ্লে রয়েছে। মাল্টিফাংশন–সমৃদ্ধ স্টিয়ারিং হুইলকে সামনে–পেছনে অথবা ওপর–নিচ করে অ্যাডজাস্ট করা যায়।

গাড়ির দরজায় রয়েছে বিশেষ আলো, যা দরজার পাশে কিছু থাকলে অথবা পেছন দিক থেকে কিছু এলে সতর্কসংকেত দেবে। চালকের আসন ছয়ভাবে বৈদ্যুতিক নিয়ন্ত্রণে স্থান নির্ধারণ করা যায়, যা প্রথম সারির চালকের জন্য চারভাবে করা যায়। এ ছাড়া পেছনের আসনকে অ্যাডজাস্ট করা, উষ্ণ প্রথম সারির আসন, আর্মরেস্ট, পেছনের আসনে কাপহোল্ডারসহ আর্মরেস্ট, এলইডি এমবিয়েন্ট লাইটসহ আরও অনেক ফিচার রয়েছে।

টিগো সেভেন প্রোতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং স্মার্ট কিলেস এন্ট্রি রয়েছে। অন্যান্য গাড়ির সঙ্গে এই গাড়ির পার্থক্য হলো গাঢ় অন্ধকারে চাবি চেপেও নিজের গাড়ি খুঁজে নেওয়া যাবে। ১ দশমিক ২ মিটার দূর থেকেও গাড়িটিকে আনলক করা যাবে এবং ১ দশমিক ৫ মিটার দূরে এলে গাড়িটি অটোলকের পাশাপাশি সব কটি জানালার কাচ লক হয়ে যাবে। রিয়ার ভিউ মিররে রয়েছে হিটেড অপশন, যাতে অতিবৃষ্টি বা কুয়াশায় ঝাপসা হলেও কাচ পরিষ্কার থাকবে।

‘লাইফ ইন মোশন’ স্লোগানে আসা টিগো সেভেন প্রো সম্পর্কে চেরি বাংলাদেশের প্রধান বিক্রয় কর্মকর্তা তাজিমুল ইসলাম বলেন, ‘পৃথিবীব্যাপী চেরি গাড়ির আলাদা চাহিদা রয়েছে। মধ্যম ঘরানার এসইউভিতে আমরাই কম মূল্যে আধুনিক সুযোগ–সুবিধাসম্পন্ন গাড়ি বিক্রি করছি। গ্রাহকদের সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা প্রদানের পাশাপাশি আমরা তিন বছরের মধ্যে গাড়ি পরিবর্তনের ক্ষেত্রে ৬০ শতাংশ মূল্য প্রদানের “বাইব্যাক পলিসি” প্রদান করছি।’

টিগো সেভেন প্রো ২০২৩ মডেলের গাড়িটির মূল্য ৪১ লাখ টাকা। কালো, নীল, লাল, ধূসর, নেভি ব্লু এবং দ্বৈত রঙে সাদা-কালো ও কালো-নীল রঙে গাড়িটি দেশের বাজারে মিলবে। বৈদ্যুতিক পাদানি সংযুক্ত করতে চাইলে লাগবে বাড়তি ১ লাখ ৫০ হাজার টাকা। গাড়িটিতে পাঁচ বছরের ইঞ্জিন ও ট্রান্সমিশন ওয়ারেন্টি; চাকা ও ব্যাটারি ছাড়া ২ বছরের বাম্পার থেকে বাম্পার এবং ছয়টি বিনা মূল্যে সার্ভিসিং পাওয়া যাবে।