জিবের ছবি দেখেই রোগ শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

জিবের রং ও ত্বকের গঠন বিশ্লেষণ করে রোগনির্ণয় করবে এআইপেক্সেলস

রোগের প্রাথমিক ধারণা পেতে অনেক চিকিৎসকই রোগীর জিব পরীক্ষা করেন। এবার জিবের ছবি বিশ্লেষণ করে দ্রুত বিভিন্ন রোগ শনাক্ত করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এ জন্য নতুন একটি এআই মডেল তৈরি করেছেন ইরাক ও অস্ট্রেলিয়ার একদল গবেষক। এআই মডেলটি মানুষের জিবের রং বিশ্লেষণ করে ৯৮ শতাংশ ক্ষেত্রে সঠিক ফলাফল দিতে পারে বলে দাবি করেছেন তাঁরা। নতুন এ গবেষণার ফলাফল জার্নাল টেকনোলজিসে প্রকাশিত হয়েছে।

জিবের ছবি বিশ্লেষণ করে রোগ শনাক্তের এআই মডেলটি যৌথভাবে তৈরি করেছেন ইরাকের মিডল টেকনিক্যাল ইউনিভার্সিটি (এমটিইউ) এবং ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার (ইউনিএসএ) গবেষকেরা। এআই মডেলটির কার্যকারিতা তুলে ধরে গবেষকেরা জানিয়েছেন, প্রায় দুই হাজার বছর আগেও প্রাচীন চীনে মানুষের জিব পরীক্ষা করে স্বাস্থ্য সমস্যা নির্ণয়ের চিকিৎসাপদ্ধতির প্রচলন ছিল। এই প্রাচীন পদ্ধতিতে চিকিৎসকেরা জিবের রং ও ত্বকের গঠন বিশ্লেষণ করে রোগনির্ণয় করতেন। আধুনিক প্রযুক্তির সঙ্গে এই প্রাচীন পদ্ধতির সম্মিলন ঘটিয়ে এআই মডেলটি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

গবেষক দলের প্রধান আলি আল নাজির জানিয়েছেন, সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জিব হলুদাভ হয়। ক্যানসারের রোগীদের জিবে তেলতেলে আবরণের সঙ্গে বেগুনি রং দেখা যেতে পারে। স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে অস্বাভাবিক আকারের লাল রঙের জিব দেখা যায়। তিনি আরও বলেন, সাদা রঙের জিব রক্তস্বল্পতার উপসর্গ হতে পারে। কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রে প্রায়ই গাঢ় লাল রঙের জিব দেখা যায়। নীলচে বা বেগুনি জিব রক্তনালি বা পাচনতন্ত্রের সমস্যার উপসর্গ হতে পারে, এমনকি হাঁপানিরও কারণ হতে পারে। এসব তথ্য ভালোভাবে পর্যালোচনা করে রোগ শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

আরও পড়ুন

জিবের ছবি দেখে রোগ শনাক্তের জন্য এআই মডেলটিকে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের পাঁচ হাজারের বেশি ছবি দেখিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে এআই মডেলটি যেকোনো ব্যক্তির জিবের রং ও ত্বকের গঠনের পার্থক্য নিখুঁতভাবে শনাক্ত করে দ্রুত রোগনির্ণয় করতে পারে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হয় না চিকিৎসকদের। ল্যাপটপের ওয়েবক্যামের মাধ্যমে রোগীদের জিবের ছবি তুললেই সেগুলো বিশ্লেষণ করে দ্রুত রোগ শনাক্ত করে দেয় এআই মডেলটি।

সূত্র: ইন্ডিয়া টুডে