এআইয়ে তৈরি ছবি শনাক্ত করবেন কীভাবে

এআই ছবির নমুনাছবি: টাইমস অব ইন্ডিয়ার সৌজন্য

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে অনেকে চিঠি লেখা, নানা রকম কনটেন্ট তৈরি এবং কৃত্রিম ছবি তৈরি করে অনলাইনে প্রকাশ করছেন। কিন্তু এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে অনেকেই প্রতারণা করছেন। কখনো কখনো ভুয়া তথ্যও ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর তাই বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি-দুনিয়ায়। তাই নিরাপদ থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি শনাক্ত করার পদ্ধতি জানা জরুরি। এআই দিয়ে তৈরি কৃত্রিম ছবি চেনার বেশ কিছু উপায় রয়েছে। এসব কৌশল অবলম্বন করলে এআইয়ে তৈরি ছবি চেনা সম্ভব। দেখে নেওয়া যাক কীভাবে এআই ছবি শনাক্ত করা যায়।

ছবিটি খুঁজে দেখুন

ছবিটির উৎস যাচাই করতে ছবিটি সার্চ টুলে প্রকাশ করে অনুসন্ধান করতে হবে। রিভার্স ইমেজ সার্চ ব্যবহারের ফলে একই ধরনের ছবি কোন কোন ওয়েবসাইটে রয়েছে, তা জানা যাবে। ফলে ছবিটি বিকৃত করে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে কি না, তা জানা যাবে। আবার পুরোনো কোনো ছবি এআই দিয়ে নকল করে ভিন্নভাবে তৈরি করা হয়েছে কি না, সেটিও জানা যাবে। রিভার্স ইমেজ সার্চের জন্য গুগল লেন্স ও টিনার মতো টুল ব্যবহার করা যেতে পারে।

ছবির গড়ন যাচাই

এআইয়ে তৈরি ছবি শনাক্ত করতে ছবির মানুষের গড়ন যাচাই করা গুরুত্বপূর্ণ। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে ত্বক, চুল, এবং কাপড়ের মতো সূক্ষ্ম বিষয়গুলো সঠিকভাবে ফুটে ওঠে না এবং অসামঞ্জস্য থেকে যায়। এআই ছবিতে থাকা মানুষের ত্বক কোথাও খুবই মসৃণ থাকে। আবার কোথাও এবড়োখেবড়ো থাকে। চুলের বিন্যাসেও অসামঞ্জস্য থাকে। একইভাবে ছবির ব্যক্তির নাক, কান, পা ও হাতের গড়ন ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। মুখের সঙ্গে ঠোঁটের অসামঞ্জস্য, অস্বাভাবিক আকৃতি বা অদ্ভুত অবস্থান, চোখের চারপাশ ও কানের ওপরের অংশে ত্রুটি থাকলে বুঝতে হবে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।

ছবির বিভিন্ন উপাদান যাচাই

ছবিতে থাকা দৃশ্যের বিভিন্ন উপাদান বিস্তারিত পর্যবেক্ষণ করেও এআই ছবি চেনা যায়। এ জন্য ছবির গাছ, ফুল এবং প্রাণীর আকার ও রং স্বাভাবিক আছে কি না, তা ভালোভাবে খেয়াল করতে হবে।

আলো ও ছায়া

ছবিতে থাকা মানুষ এবং দৃশ্য যাচাই করার পর ছবির আলো ও ছায়া পরীক্ষা করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায়ই আলো ও ছায়ার সঠিক সামঞ্জস্য বজায় রাখতে পারে না। দেখা যায়, সাধারণত ছায়া আলোর উৎসের দিকেই পড়ে এবং বস্তুর আকারের সঙ্গে মিল থাকে। একইভাবে, ছবির পেছনের দৃশ্যও ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত। যদি ছবিতে কোনো অবাস্তব বা কাল্পনিক দৃশ্য দেখা যায়, তবে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া