ইউটিউবে ডিপফেক ভিডিও সম্পর্কে অভিযোগ করবেন যেভাবে

ইউটিউবে থাকা ডিপফেক ভিডিও সম্পর্কে সহজেই অভিযোগ করা যায়রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও বা ডিপফেক ভিডিও তৈরি করছে সাইবার অপরাধীরা। এসব ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির চেহারা, কণ্ঠস্বর ব্যবহার করায় অনেকেই বুঝতে পারেন না যে এটি নকল ভিডিও। ফলে বিভ্রান্তি তৈরির পাশাপাশি প্রতারণার ঘটনাও ঘটছে। তবে ডিপফেক ভিডিও সম্পর্কে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে ইউটিউবে। ইউটিউবে ডিপফেক ভিডিও সম্পর্কে অভিযোগ জানানোর পদ্ধতি দেখে নেওয়া যাক।

আরও পড়ুন

ইউটিউবের প্রাইভেসি কমপ্লেইন প্রসেস বা গোপনীয়তা লঙ্ঘন নিয়ে অভিযোগ জানানোর প্রক্রিয়া অনুসরণ করে ডিপফেক ভিডিও সম্পর্কে অভিযোগ জানানো যায় ইউটিউবে। এ জন্য প্রথমে যেকোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করে ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর পরের পৃষ্ঠার নিচে থাকা ‘আই স্টিল ওয়ান্ট টু সাবমিট আ প্রাইভেসি কমপ্লেইন’ বাটনে ক্লিক করে ‘কনটিনিউ’ বাটন ট্যাপ করতে হবে। এবার ‘আই হ্যাভ রিভিউড দ্য কমিউনিটি গাইডলাইনস’ বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠায় থাকা ‘কনটিনিউ’ বাটন ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘রিপোর্ট অলটারড অর সিনথেটিক কনটেন্ট’ বাটনে ক্লিক করে একইভাবে ছয়টি ধাপ সম্পন্ন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় অভিযুক্ত ভিডিওটির লিংকসহ প্রয়োজনীয় তথ্য লিখে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই অভিযোগ বিবেচনা করে ভিডিওটিতে এআই লেবেল যুক্ত করে দেবে ইউটিউব।

আরও পড়ুন