চ্যাটজিপিটি ব্যবহারে হঠাৎ সমস্যা, কারণ কী
মাত্র দুই মাসের ব্যবধানে আবারও ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করতে সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্বজুড়ে প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবটটি। চ্যাটজিপিটির কার্যক্রম বন্ধের বিষয়টি স্বীকার করে ওপেনএআই জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিট থেকে ৯টা ২৩ মিনিট পর্যন্ত চ্যাটজিপিটির এপিআই কোনো অনুরোধ অনুযায়ী কাজ করেনি। ফলে চ্যাটজিপিটির অন্য কার্যক্রমেও প্রভাব পড়েছে।
চ্যাটজিপিটি ব্যবহার করতে না পেরে খুদে ব্লগ লেখার সাইট এক্সসহ (সাবেক টুইটার) বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার করা যাচ্ছে না বলে পোস্টও করেন অনেক ব্যবহারকারী। ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করার ওয়েবসাইট ডাউনডিটেক্টরও জানিয়েছে, গতকাল চ্যাটজিপিটিতে প্রবেশ করতে সমস্যা হয়েছিল। এ সময় ৪৭০টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৮০ শতাংশই ছিল চ্যাটজিপিটিবিষয়ক।
গত জুন মাসে হঠাৎ করে বিশ্বজুড়ে কারিগরি ত্রুটির কবলে পড়েছিল চ্যাটজিপিটি। সে সময় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারীরা প্রায় এক ঘণ্টা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেননি। গতকাল চ্যাটজিপিটি বন্ধ থাকার কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি ওপেনএআই। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চ্যাটজিপিটি বন্ধের কারণ অনুসন্ধানে বর্তমানে তদন্ত চলছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া