এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও শনাক্তে গুগলের নতুন উদ্যোগ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ করেন অনেকে। ফলে এসব ছবি বা ভিডিও গুগলের সার্চ ফলাফলে দেখা যায়। কিন্তু অনেকেই এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও চিনতে না পারায় বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। এ সমস্যা সমাধানে নিজেদের সার্চ ফলাফলে থাকা এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও আলাদাভাবে চেনার সুযোগ দিতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল।
নতুন এ সুবিধা চালু হলে গুগলের সার্চ ফলাফলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি সব ছবি ও ভিডিওর মূল উৎস দেখা যাবে। ফলে ছবি বা ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে যাচাই করতে পারবেন ব্যবহারকারীরা। এক ঘোষণায় গুগল জানিয়েছে, কনটেন্ট ক্রেডেনশিয়াল নামের নতুন একটি আদর্শ অনুসরণ করে সার্চ সেবা হালনাগাদ করা হবে। এর ফলে সার্চ ফলাফলে প্রদর্শিত কনটেন্ট বা আধেয়র উৎস সহজেই জানা যাবে।
গুগলের তথ্যমতে, প্রভিনেন্স প্রযুক্তি ব্যবহার করে গুগলের সার্চ ফলাফলে থাকা ছবি বা ভিডিওগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে কি না, তা শনাক্ত করা হবে। এ প্রযুক্তির মাধ্যামে এআই দিয়ে সম্পাদনা করা ছবি বা ভিডিওগুলো সম্পর্কেও জানা যাবে। ফলে ব্যবহারকারীরা প্রদর্শিত ছবি বা ভিডিওর ‘অ্যাবাউট দ্য ইমেজ’ অপশনে ক্লিক করলেই সেটির উৎস সম্পর্কে জানতে পারবেন। শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টেকলুসিভ