চ্যাটজিপিটিতে বারবার বিভ্রাট, কারণ কী
ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার বড় ধরনের বিভ্রাটের মুখোমুখি হয়েছে। গত শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার পর থেকে কয়েক ঘণ্টা ব্যবহার করা যায়নি চ্যাটবটটি।
বিশ্বব্যাপী অনলাইন সেবায় বিঘ্ন ঘটার বিষয়াদি নজরদারি করার ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, বিভ্রাটের সময় অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটি চালু হওয়ার সময় ‘ইন্টারনাল সার্ভার এরর’ বার্তা দেখতে পান। চ্যাটজিপিটির পাশাপাশি ওপেনএআইয়ের এপিআই এবং লেখা থেকে ভিডিও (টেক্সট টু ভিডিও) তৈরির এআই মডেল ‘সোরা’র কার্যক্রমেও বিভ্রাট দেখা দিয়েছিল।
চ্যাটজিপিটিতে থাকা সমস্যার সমাধান করলেও বিভ্রাটের কারণ প্রকাশ করেনি ওপেনএআই। তবে ওপেনএআইয়ের ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, উত্তর আমেরিকার একটি ডেটা সেন্টারে বিদ্যুৎসংক্রান্ত সমস্যার কারণে এই বিভ্রাট ঘটেছে। একই সময়ে মাইক্রোসফটের এক্সবক্স ক্লাউড গেমিং সেবায়ও একই ধরনের সমস্যা হয়েছে।
১১ ডিসেম্বরও চ্যাটজিপিটিতে একই ধরনের বিভ্রাট হয়েছিল। ডাউনডিটেক্টরের তথ্যমতে, গত ১১ ডিসেম্বরও চ্যাটজিপিটি, এপিআই ও সোরা অকার্যকর হয়ে পড়েছিল। গত ৮ নভেম্বরও বিশ্বজুড়ে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল চ্যাটজিপিটির কার্যক্রম। সে সময় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান এক্সে দেওয়া এক পোস্টে লিখেছিলেন, ‘আমরা আগের তুলনায় অনেকটাই নির্ভরযোগ্য হলেও এখনো আমাদের সামনে অনেক কাজ বাকি।’ তবে এ মাসে বিভ্রাটের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি।
সূত্র: ইন্ডিয়া টুডে