জেমিনি চ্যাটবটের মাধ্যমে ছবি তৈরির সুযোগ কি আবার চালু হবে
এ মাসের শুরুতে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে লিখিত প্রম্পট থেকে ছবি তৈরির সুযোগ চালু করে গুগল। ওই সময় গুগল জানিয়েছিল, জেমিনি দিয়ে চাইলেও বিখ্যাত মানুষদের কৃত্রিম ছবি তৈরি করা যাবে না। তবে গুগলের দাবি ভুল প্রমাণ করে রাস সিলবারম্যান নামের এক ব্যক্তি জেমিনির মাধ্যমে জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফটের কৃত্রিম ছবি তৈরি করেন। বিষয়টি নজরে আসার পর গত সপ্তাহে হঠাৎ করে জেমিনি চ্যাটবটে ছবি তৈরির সুবিধা বন্ধ করে দেয় গুগল। ফলে এ সুবিধা আবার চালু হবে কি না, তা নিয়ে প্রযুক্তি বিশ্বে শুরু হয় নানা জল্পনা–কল্পনা। এত দিন এ বিষয়ে মুখ না খুললেও এবার গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেমিস হাসাবিস জানিয়েছেন, জেমিনির মাধ্যমে ছবি তৈরির সুযোগ আবার চালু করা হবে।
স্পেনের বার্সেলোনায় চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) অনুষ্ঠিত এক প্যানেল আলোচনায় ডেমিস হাসাবিস জানিয়েছেন, ‘ভুল সংশোধনের জন্য আমরা জেমিনির মাধ্যমে ছবি তৈরির সুবিধা প্রত্যাহার করে নিয়েছি। আশা করি, কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি আবার চালু করা হবে।’ তবে জেমিনির মাধ্যমে ছবি তৈরির সুযোগ চালুর সুনির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি।
গুগলের হালনাগাদ ‘ইমাজেন টু’ মডেল ব্যবহার করে লিখিত প্রম্পট থেকে ছবি তৈরি করে দেয় জেমিনি চ্যাটবট। গুগলের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে জেমিনির তৈরি করা ছবিতে ‘সিন্থআইডি’ নামের ডিজিটাল জলছাপ স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা হয়। এর ফলে সহজে এআই দিয়ে তৈরি ছবিগুলো অন্য ব্যক্তিরা চিনতে পারেন। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় বার্তা লিখে জেমিনি চ্যাটবটে এআই ছবি তৈরি করা যায়।
উল্লেখ্য, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র সঙ্গে পাল্লা দিতে গত বছরের মার্চ মাসে বার্ড চ্যাটবট উন্মুক্ত করে গুগল। চ্যাটবটটি গুগলের এলএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন) প্রযুক্তি কাজে লাগিয়ে ইংরেজি ভাষায় করা যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত দিত। কিন্তু সম্প্রতি ‘বার্ড’ চ্যাটবটকে ‘জেমিনি’ চ্যাটবটের সঙ্গে একীভূত করেছে গুগল।
সূত্র: রয়টার্স