কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে আইন চায় ব্রিটিশ পুলিশ

কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি পুলিশের ব্যবহারের জন্য আইনি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পুলিশ বাহিনীর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ক্রেসিডা ডিক। তিনি লন্ডন পুলিশের প্রধান। লন্ডন পুলিশ গত জানুয়ারি থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার শুরু করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেট্রিক, ডিএনএর মতো প্রযুক্তি নিয়ে দেশটির বর্তমান সরকার ২০১৯ সালের নির্বাচনী ইশতেহারে আইনি কাঠামো তৈরির অঙ্গীকার করেছিল। ক্রেসিডা সে অঙ্গীকারকে স্বাগত জানিয়ে গত সোমবার এই দাবি করেন।
ক্রেসিডা বলেন, পুলিশ বাহিনী আধুনিক প্রযুক্তির কোনটি ব্যবহার করবে আর কোনটি ব্যবহার করবে না, তা নিশ্চিত করা হবে এমন এক আইনি কাঠামোর মাধ্যমে, যা সংসদে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। তিনি আরও বলেন, ‘আমাদের যেভাবে আইন ঠিক করে দেওয়া হবে, আমরা সেভাবেই কাজ করব।’ সূত্র: রয়টার্স