হ্যাশট্যাগের এক যুগ

হ্যাশট্যাগ
হ্যাশট্যাগ

শুভ জন্মদিন হ্যাশট্যাগ। দেখতে দেখতে এক যুগ পার হয়ে গেল হ্যাশট্যাগের। গতকাল শুক্রবার ২৩ আগস্ট ছিল টুইটারের হ্যাশট্যাগ ফিচারটির জন্মদিন। হ্যাশট্যাগের যুগপূর্তির দিনটিকে পালন করেছে টুইটার কর্তৃপক্ষ। কমিউনিটিকে একত্রীকরণ ও কথোপকথনকে একসূত্রে গাঁথার ফিচার হিসেবে হ্যাশট্যাগ প্রতীকটির ১২ বছর পূর্তিতে বিশেষ ইমোজি প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।

টুইটারের চালু করা হ্যাশট্যাগ প্রতীকটি এখন সবচেয়ে পরিচিত এবং ব্যাপক ব্যবহৃত প্রতীক হিসেবে পরিচিত হয়েছে।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে ও বিপ্লব তৈরিতে হ্যাশট্যাগ ব্যবহৃত হয়েছে। কোন শব্দ বা শব্দগুচ্ছের আগে হ্যাশট্যাগ চিহ্ন টাইপ করে এ সংক্রান্ত বিষয়গুলোকে একত্রে প্রকাশ করা যায়।

প্রযুক্তি উদ্যোক্তা ক্রিস মেসিনা হ্যাশট্যাগের উদ্যোক্তা। তিনি বলেন, টুইটার প্রথমে তাঁর হ্যাশট্যাগের ধারণা বাতিল করে দিয়েছিল। তবে তিনি ধারণাটি সংরক্ষণ করেছিলেন। এখন টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে এটি ব্যাপক ব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হ্যাশট্যাগ মিটু জনপ্রিয় হয়।