র্যাবিটহোলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে লাইভ স্ট্রিমিং অ্যাপ ‘র্যাবিটহোল’। এ অ্যাপ ব্যবহার করে বিপিএলের খেলা দেখা যাবে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে র্যাবিটহোল কর্তৃপক্ষ। ২০১৫ সালে র্যাবিটহোল নামে তৈরি হয়েছিল র্যাবিটহোল ইউটিউব চ্যানেল। ওই চ্যানেলে খেলা লাইভ স্ট্রিমিং দেখানো হয়েছিল। এরপর থেকে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন খেলার লাইভ স্ট্রিমিং দেখানো হয়েছে ওই চ্যানেল থেকে। এবারে র্যাবিটহোল নামে পৃথক একটি অ্যাপ তৈরি করেছেন এর উদ্যোক্তারা। অ্যাপটিতে খেলার পাশাপাশি বিভিন্ন বিনোদন কনটেন্ট থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্টেন্ট ম্যাটার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহউদ্দিন চৌধুরী ও পরিচালক ইরেশ জাকের প্রমুখ। বিজ্ঞপ্তি।