ইউটিউবের ভিডিও নামিয়ে পছন্দের ফোল্ডারে সংরক্ষণ

ইউটিউবরয়টার্স

ইউটিউব থেকে নামানো (ডাউনলোড) ভিডিওগুলো সাধারণত ইউটিউবেই সংরক্ষিত থাকে, যা অফলাইনেও (ইন্টারনেট সংযোগ সক্রিয় না করে) দেখা যায়। কিন্তু অনেকেই ইউটিউবে থাকা ভিডিও ডাউনলোড করে আলাদা ফোল্ডারে রেখে ব্যবহার করতে চান। চাইলেই ‘ফাইভকে প্লেয়ার’ নামের ভিডিও ডাউনলোডার ব্যবহার করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে অন্য ড্রাইভে সংরক্ষণ করা সম্ভব।

ফাইভকে প্লেয়ার কাজে লাগিয়ে ভালোমানের ইউটিউব ভিডিও ডাউনলোড করা সম্ভব। এ জন্য প্রথমে www.5kplayer.com/youtube-download ঠিকানা থেকে প্লেয়ারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এরপর প্লেয়ারটি চালু করে লাল YouTube লেখা বাটন নির্বাচন করতে হবে। এবার নির্বাচিত ইউটিউব ভিডিওতে ক্লিক করে ব্রাউজারের অ্যাড্রেসবারে থাকা ভিডিওটির লিংক কপি করতে হবে।
এবার ফাইভকে প্লেয়ারের Paste URL & Analyze–এর নিচের বক্সে ইউটিউব ভিডিওর লিংক পেস্ট করে পাশে থাকা ভিডিও প্রিভিউ সার্চ আইকনে ক্লিক করতে হবে।

ভিডিওর লিংক খুঁজে ঠিক থাকলে ভিডিও ডাউনলোডের মান এবং ভিডিওর আকার সম্পর্ক বিভিন্ন অপশন দেখা যাবে। প্রয়োজনীয় অপশনটি নির্বাচন করে Done বোতামে ক্লিক করে Download চাপলেই ভিডিওটি ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড শেষে হলে ভিডিওটি C: \Users\<Your-Username>\Videos\Download Videos ফোল্ডারে পাওয়া যাবে।