স্মার্টফোনের ব্যাটারি ঠিক আছে তো
স্মার্টফোনের অন্যতম চালিকাশক্তি হচ্ছে ব্যাটারি। আর তাই দীর্ঘদিন ব্যবহারের ফলে ফোনের ব্যাটারির ক্ষমতা কিছুটা কমে যাওয়া স্বাভাবিক। কিন্তু বিভিন্ন কারণেই হঠাৎ করে ব্যাটারির ক্ষমতা কমে যায়। ফলে ফুল চার্জ দিয়েও বেশিক্ষণ ফোন ব্যবহার করা যায় না। ফোনের ব্যাটারির হালনাগাদ তথ্য জানার পদ্ধতি দেখে নেওয়া যাক।
ব্যাটারির হালনাগাদ তথ্য জানার জন্য প্রথমে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের সেটিংস থেকে ‘ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার’ অপশন নির্বাচন করতে হবে।
পরের পৃষ্ঠায় ফোনের ব্যাটারি কোন কোন কাজে ব্যবহার হচ্ছে, তা বিস্তারিত দেখা যাবে। এখান থেকে ‘অপটিমাইজ নাউ’ বাটনে ট্যাপ করলে ব্যাটারিতে কোনো সমস্যা থাকলে তা জানা যাবে। সমস্যা না থাকলে ‘ব্যাটারি’ অপশনে ট্যাপ করলেই কোন অ্যাপ কত শতাংশ চার্জ ব্যবহার করেছে, তা জানা যাবে। ফলে ব্যবহারকারীরা চাইলেই পাওয়ার সেভিং বাটনে ক্লিক করে বিভিন্ন অ্যাপের পাওয়ার সেভিং মোড চালু করলে আগের তুলনায় বেশিক্ষণ ব্যাটারি ব্যবহার করতে পারবেন।