ফেসবুক থেকে ভিডিও নামাবেন যেভাবে

ফেসবুকরয়টার্স

ফেসবুকে বন্ধুদের বিনিময় করা ভিডিওগুলো চাইলেই কম্পিউটারে সংরক্ষণ করা যায়। ভিডিও নামানোর জন্য প্রথমে পছন্দের ভিডিও চালু করে ডান পাশের কোনায় থাকা (...) সমান্তরাল তিন ডট আইকনে ক্লিক করতে হবে। এবার Copy link অপশন নির্বাচন করলেই fb. watch ঠিকানায় ভিডিওটির সংক্ষিপ্ত লিংক পাওয়া যাবে। এবার নতুন আরেকটি ট্যাবে একসঙ্গে CTRL এবং V চেপে লিংকটি পেস্ট করলে ভিডিওটি পুনরায় চালু হবে।

আরও পড়ুন

ব্রাউজারে একসঙ্গে ALT এবং W কি চেপে ভিডিওটির লিংকে থাকা www লেখাকে মুছে সেখানে mbasic লিখতে হবে। অর্থাৎ আপনার কপি করা ভিডিওর লিংক https://www.facebook.com/MetaDiversity/videos/1665951983778542/হলে সেটি https://mbasic. facebook.com/MetaDiversity/videos/ 1665951983778542/করতে হবে।

আরও পড়ুন

লিংক পরিবর্তনের পর এন্টার চাপলে নতুন আরেকটি ট্যাবে ভিডিওটি চালু হবে। এবার ভিডিওর ওপর মাউস রেখে ডান পাশে ক্লিক করলেই আপনার ব্রাউজার অনুযায়ী Save video as বা Save link as অপশন দেখা যাবে। যেকোনও অপশন নির্বাচন করে কম্পিউটারে জায়গা নির্বাচন করে দিলেই ভিডিওটি সংরক্ষণ হয়ে যাবে।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ভিডিও নামানোর জন্য প্রথমে পছন্দের ভিডিও চালু করে ডান পাশের কোনায় থাকা (...) সমান্তরাল তিন ডট আইকনে ক্লিক করতে হবে। এরপর Copy link অপশন নির্বাচন করলে fb. watch ঠিকানায় ভিডিওটির সংক্ষিপ্ত লিংক পাওয়া যাবে। ব্রাউজার চালু করে লিংকটি পেস্ট করলে ভিডিওটি পুনরায় চালু হবে। ভিডিওটির লিংকে থাকা www লেখাকে মুছে সেখানে mbasic লিখতে হবে। এবার Download videoঅপশন নির্বাচন করলেই ভিডিওটি সংরক্ষণ হয়ে যাবে।