ফেসবুক-ইনস্টাগ্রামের তথ্য সংগ্রহ বন্ধ করবেন যেভাবে
ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপের বিস্তারিত তথ্য নিয়মিত সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। সম্প্রতি টিকটকে ‘সাউন্ডসবাইমোজো’ নামে পরিচিত প্রযুক্তিবিশেষজ্ঞ মেলানি জয় কীভাবে এ তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করা যায়, সেই উপায় জানিয়েছেন। তিনি তাঁর প্রকাশিত ভিডিওতে বলেছেন, মেটার মালিকানাধীন এই মাধ্যমগুলো ব্যবহারকারীর দেখা (ব্রাউজ করা) ওয়েবপেজ, লাইক দেওয়া কনটেন্ট এবং অবস্থান–সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে। এসব তথ্য ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসে জমা থাকে এবং বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়। মেলানির ভিডিওটি ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি ৫০ হাজারের বেশিবার সেভ করা হয়েছে এবং ৩ হাজারের বেশি ব্যবহারকারী ভিডিওতে মন্তব্য করেছেন। তথ্য সংগ্রহ বন্ধ করলেও ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেখা যাবে। তবে প্রদর্শিত বিজ্ঞাপন আর ব্যক্তিগত পছন্দ অনুযায়ী দেখা যাবে না। এই পরিবর্তন চালু হতে ৪৮ ঘণ্টা সময়ের প্রয়োজন হবে।
ভিডিওতে তথ্য নিয়ন্ত্রণের উপায় তুলে ধরে মেলানি বলেন, প্রথমে সেটিংস থেকে ‘অ্যাকাউন্ট সেন্টার’–এ গিয়ে ‘ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস’ নির্বাচন করতে হবে। এরপর ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস’–এ গিয়ে ‘ক্লিয়ার প্রিভিয়াস অ্যাকটিভিটি’ নির্বাচন করে ক্লিয়ার বাটনে ক্লিক করতে হবে এবং ‘ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটি’ থেকে অ্যাকটিভিটি সংগ্রহের সেটিংস বন্ধ করতে হবে। এ ছাড়া অন্য একটি প্রক্রিয়া অনুসরণ করে এ পদ্ধতি বন্ধ করা যায়। এ জন্য অ্যাড প্রেফারেন্সেসে গিয়ে অ্যাকটিভিটি ইনফরমেশন ফ্রম অ্যাড পার্টনার্স নির্বাচন করতে হবে। এখান থেকে ব্যবহারকারীরা তথ্য সংগ্রহের সেটিংস পর্যালোচনা ও সম্পূর্ণ বন্ধ করতে পারবেন।
সূত্র: ডেইলি মেইল ডটকো ডটইউকে