হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নির্দিষ্ট ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসআনস্প্ল্যাশ

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে লিখিত বা অডিও বার্তা পাঠানোর পাশাপাশি স্ট্যাটাসও দেওয়া যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে গেলেও ব্যক্তিগত বিষয় নিয়ে দেওয়া স্ট্যাটাস স্বল্প পরিচিত ব্যক্তি বা সহকর্মীরা দেখলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই হোয়াটসঅ্যাপের সেটিংস পরিবর্তন করে স্ট্যাটাস কারা দেখতে পারবেন, তা নির্ধারণ করে দেওয়া যায়।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নির্দিষ্ট ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে আপডেটস ট্যাবে ক্লিক করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় স্ট্যাটাস অপশনের পাশে থাকা তিনটি ডট মেন্যুতে ট্যাপ করে স্ট্যাটাস প্রাইভেসি নির্বাচন করতে হবে। এবার হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেটসের নিচে থাকা মাই কন্টাক্টস অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করতে হবে। এরপর নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তির নাম নির্বাচন করে নিচে থাকা টিকমার্ক চিহ্নে ট্যাপ করলেই সেই ব্যক্তিরা পরবর্তী সময়ে আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবেন না।